Cricket
ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গঠিত হলো সেরা একাদশ
কিছু ক্রিকেটার ভারতবর্ষে জন্মগ্রহণ করে অন্য দেশের হয়ে খেলে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। খুবই অল্প বয়সে তারা যে দক্ষতা ও পারফরম্যান্স দেখিয়ে ছিল তাতে ভারতীয় দলে জায়গা পেতে পারতো কিন্তু বিশেষ কারণে তাদের পরিবারের সাথে বিদেশ চলে যেতে হয় এবং তারা সেই দেশে গিয়ে প্রতিনিধিত্ব করেন।
আজকের প্রতিবেদনে রয়েছে, সর্বকালের সেরা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গঠিত হওয়া একাদশের সম্পর্কে জেনে নেওয়া যাক –
∆ ওপেনার: হাশিম আমলা ও ড্যারেন গঙ্গা
মুসলিম পরিবারে জন্ম নেওয়া হাশিম আমলার পূর্বপুরুষেরা ছিলেন গুজরাটি। গত দশকে তিনি অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন এবং তার সাথে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার ড্যারেন গঙ্গা এই একাদশে হয়ে সামিল হয়েছেন। বর্তমানে এই ক্যারিবীয় তারকা একজন ক্রিকেট ধারাভাষ্যকার।
∆ মিডিল অর্ডার: শিবনারায়ণ চন্দ্রপাল, নাসের হুসেন, রামনারেশ সরওয়ান
দুর্দান্ত ক্যারিবীয় বাঁহাতি ডিফেন্সিভ ব্যাটসম্যান হলেন শিবনারায়ণ চন্দ্রপাল। তাঁর সতীর্থ রামনারেশ সরওয়ান ভারতীয় বংশোদ্ভূত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার নামটি দেখে বোঝা যায়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ছিলেন একজন ভারতীয় তামিলভাষী মুসলমান এবং অন্যতম সেরা ব্যাটসম্যান।
∆ অলরাউন্ডার: সুনীল নারিন এবং রবি বোপারা
কেকেআর এর তারকা সুনীল নারিন ভারতীয় ভক্তদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন সেই কারণেই প্রকাশ্যে ভারতকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে সম্বোধন করেছন। এমনকি তিনি ভারতীয় রীতিতে বিয়েও করেন। এছাড়াও, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত অন্যদিকে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারাও। তিনি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কয়েক বছর খেলেছিলেন।
∆ বোলার: রবি রামপল, মন্টি পানেসার, মুথাইয়া মুরলিধরন, এবং স্টুয়ার্ট ক্লার্ক
ফাস্ট বোলারের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান তারকা রবি রামপাল এবং অস্ট্রেলিয়ান পেসার স্টুয়ার্ট ক্লার্ক রয়েছেন। রবি রামপাল একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আর অন্যদিকে স্টুয়ার্ট ক্লার্ক তার চেন্নাইয়ের সাথে সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেছিলেন।
ইংলিশ স্পিনার মন্টি পানেসার স্বীকার করেছিলেন ভারতীয়রা ক্রিকেটাররা যে ভাষায় কথা বলতেন তিনি বুঝতে পারতেন কিন্তু না বোঝার ভান করছেন। অন্যদিকে আরও এক কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়েছেন যার পূর্বপুরুষ দক্ষিণ ভারতে ছিল এবং সেখানে তিনি বিয়েও করেন।
