কুইজ: কোন প্রাণী সকালে ৪ পায়ে, দিনে ২ পায়ে এবং রাতে ৩ পায়ে হাঁটে?

সকালে ৪ পায়ে, দিনে ২ পায়ে এবং রাতে ৩ পায়ে হাঁটে কোন প্রাণী?

General Quiz: আজ এই প্রতিবেদনে এমন কিছু বাছাই করা ধাঁধা নিয়ে আসা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থাকে এবং হয়তো কোনো না কোনো সময় আপনার চোখের সামনে এসেছে, কিন্তু এগুলো খুবই আকর্ষণীয় এবং শুধুমাত্র তীক্ষ্ণ মনের লোকেরাই এর সঠিক উত্তর দিতে পারবে।

শিশু হোক বা বৃদ্ধ, সবাই ধাঁধার প্রশ্ন করতে এবং উত্তর দিতে পছন্দ করে। আপনিও নিশ্চয়ই কোনো না কোনো সময় কোনো শিশুর কাছে ধাঁধা জিজ্ঞাসা করেছেন, অথবা আপনি যখন নিজে শিশু ছিলেন, আপনি নিশ্চয়ই কারো প্রশ্নের উত্তর দিয়েছেন।

এই শখ আবার পূরণ করতে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বাছাই করা ধাঁধা, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থাকে এবং এগুলো খুবই মজার। এই ধরনের প্রশ্নের মাধ্যমে বোঝা যায় কার আইকিউ লেভেল কতটা ভালো।

১) প্রশ্নঃ বলুন তো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।

২) প্রশ্নঃ রক্তচোষা বাদুড় কোন দেশের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়?
উত্তরঃ মেক্সিকোতে সবচেয়ে বেশি রক্তচোষা বাদুড় দেখতে পাওয়া যায়।

৩) প্রশ্নঃকে প্রথম শ্রীমদ ভগবদগীতাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন?
উত্তরঃ দারা শিকোহ প্রথম ভগবতগীতাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন।

৪) প্রশ্নঃ ভাষার ভিত্তিতে তৈরি ভারতের প্রথম রাজ্যটির নাম কি?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হওয়া রাজ্য।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?
উত্তরঃ বিধানচন্দ্র রায়কে (রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী) পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি শীত পরে?
উত্তরঃ রাশিয়ায় সবচেয়ে বেশি শীত পরে।

৭) প্রশ্নঃ পৃথিবীতে কোন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলেন?
উত্তরঃ চিনা ভাষা ম্যান্ডারিন।

৮) প্রশ্নঃ ভারতের কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী?
উত্তরঃ চণ্ডীগড় হল ভারতের পাঞ্জাব ও হরিয়ানা দুটি রাজ্যের রাজধানী।

৯)প্রশ্নঃ ভারতের জাতীয় পশু বাঘ, কিন্তু পাকিস্তানের কী?
উত্তরঃ পাকিস্তানের জাতীয় পশু হল ছাগল।

১০) প্রশ্নঃ কোন প্রাণী সকালে ৪ পায়ে, দিনে ২ পায়ে এবং রাতে ৩ পায়ে হাঁটে?
উত্তরঃ মানুষ। এখানে সকাল মানে শৈশব, দিন মানে যৌবন আর রাত মানে বার্ধক্য। শৈশবে মানুষ হাত-পায়ের সাহায্যে হাঁটে। যৌবনে দুই পায়ে এবং বৃদ্ধ বয়সে লাঠির সাহায্যে অর্থাৎ তিন পায়ে হাঁটেন।