জানেন রাশিয়ান মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় সাথে করে বন্দুক কেন নিয়ে যেতেন?

যে কারণে রাশিয়ান মহাকাশচারীরা মহাকাশে বন্দুক নিয়ে যেতেন

Russian Cosmonauts: রাশিয়ায়ই প্রথম দেশ যারা প্রথম কোন মহাকাশচারীকে মহাকাশে পাঠিয়েছিল। তবে কয়েক বছর আগে পর্যন্ত রাশিয়ান মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় সাথে করে বন্দুক নিয়ে যেতেন। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে শূন্যে গুলি চালানো যায় না, তাহলে সেখানে বন্দুক নিয়ে গিয়ে লাভ কি?

অনেকের মতে, মহাকাশে গিয়ে এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য তারা বন্দুক বহন করত। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আসলে রাশিয়ান মহাকাশচারীরা কোন বন্দুক নিয়েই যেত না। বরং ওই বন্দুকটিকে মাটিতে রেখে যেতেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

১৯৮০ সালে রাশিয়ান নভোচারীরা TP-৮২ নামে একটি বন্দুক বহন করত। আসলে তাদের নিরাপত্তার জন্য বন্দুক গ্রহণ করত। এটিকে তারা মহাকাশে নিয়ে যেত না। এমনকি কোনো এলিয়েনের সাথে লড়াই করার জন্যও না, বরং পৃথিবীতে ফিরে আসার সময় ব্যবহার করার জন্য।

আসলে নভোচারীদের মহাকাশ যখন পৃথিবীতে অবতরণ করতো তখন সাইবেরিয়ার জঙ্গলে অবতরণ করা হতো। আর এই জঙ্গলে সিংহ, ভাল্লুক প্রভৃতি বিপদজনক প্রাণী থাকতো। আর সেই হিংস্র প্রাণীদের থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা বন্দুক ব্যবহার করত।

Image

যতক্ষণ না তাদের উদ্ধার করা সম্ভব হতো, তারা এভাবে নিজেদের রক্ষা করতে সফল হয়েছিল। আর এই কারণেই মহাকাশচারীরা মহাকাশে বন্দুক নিয়ে যেতেন না। এই বিশেষ বন্দুকটি অর্থাৎ TP-৮২ বন্দুকটি ১৯৭০ দশকে তৈরি হয়েছিল এবং ১৯৮১ সালে রাশিয়ান মহাকাশচারীরা প্রথম ব্যবহার করেছিলেন। এই বন্দুকটির ব্যবহার ২০০০ সাল পর্যন্ত চালু ছিল।