জানেন বিশ্বের কোন দেশে এখনও হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সমস্ত কাজকর্ম হয়?

বলুন তো বিশ্বের কোন দেশে আজও হিন্দু ক্যালেন্ডার ব্যবহৃত হয়?

Hindu Calendar: বিশ্বের প্রতিটি দেশ রয়েছে যেখানে তাদের নিজস্ব ক্যালেন্ডার থাকলেও সরকারি কাজে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এমন একটি দেশ রয়েছে যেখানে এখনো হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কাজকর্ম হয়ে থাকে। এমনকি সরকারি কাজগুলিতেও হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করা হয়। আপনি কি জানেন সেই দেশটির নাম কি?

Image

আজ থেকে শুরু হয়েছে, হিন্দু নববর্ষ। ১৯৫৪ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এর সাথে বিক্রম সংবত ক্যালেন্ডারও ভারতের স্বীকৃত হয়েছিল। যদিও সমস্ত দেশের কাজ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হয়ে থাকে।

কিন্তু বর্তমানে পৃথিবীতে একটি দেশ রয়েছে যেখানে এখনো হিন্দু ক্যালেন্ডার অনুসরণ করা হয়। আসলে আজও ভারতের প্রতিবেশী দেশ নেপালে (Nepal) হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সব সমস্ত কাজকর্ম করা হয়। এই ক্যালেন্ডারকে বলা হয় বিক্রম সংবত ক্যালেন্ডার।

Image

নেপালে হিন্দু ক্যালেন্ডারের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয় ১৯০১ সালে। এই ক্যালেন্ডারটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে ৫৭ বছর এগিয়ে রয়েছে। নেপালের বিখ্যাত রানা রাজবংশ কর্তৃক এটিকে সরকারিভাবে হিন্দু ক্যালেন্ডার করা হয়েছিল।

নেপালে নববর্ষ শুরু হয় বৈশাখ মাসের প্রথম দিন থেকেই। হিন্দুদের সকল উৎসব, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ এই ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়। উল্লেখ্য, নেপাল হলো বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র। এখানে মোট জনসংখ্যার প্রায় ৮১ শতাংশ এরও বেশি হিন্দু বাস করে, যা ভারতীয় হিন্দুর শতকরার চেয়েও বেশি।