জানেন বুর্জ খলিফার সবচেয়ে উপরে তলায় কি আছে? সেখানে কোন কাজগুলি হয়?

বুর্জ খলিফার উপর তলায় কি আছে জানলে অবাক হবেন

Burj Khalifa: বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন ভবনগুলির মধ্যে বুর্জ খলিফা অন্যতম। শুধু তাই নয়, বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম বিল্ডিংও। বুর্জ খলিফার সম্পর্কে শোনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তবে এই বিল্ডিংটি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো সাধারণ মানুষকে অবাক করে তোলে।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, বুর্জ খলিফার সবচেয়ে উপরে তলায় কি রয়েছে? আসলে বিশ্বের এই সবচেয়ে উঁচু ভবনটি দুবাইতে অবস্থিত। ২০০৯ সালে নির্মিত হওয়া ভবনটি এখনও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এর দৈর্ঘ্য ৮২০ মিটার এবং ১৬৩টি তল রয়েছে। যেখানে সুইমিং পুল থেকে শুরু করে মল, অফিস, সিনেমাহল সব কিছুই রয়েছে।

তবে আপনি নিশ্চয়ই কখনো না কখনো ভেবেছেন যে, বুর্জ খলিফার সবচেয়ে উপরে তলায় কি রয়েছে? এই ৮২০ মিটার উঁচু তলটিতে যেতে হলে কি কোন পয়সা খরচ করতে হবে? নাকি সেখানে সাধারণ মানুষদের যাওয়া নিষিদ্ধ? এবার এই সকল প্রশ্নের উত্তর নিম্নে জানানো হলো।

কেউ দুবাই গেলে বুর্জ খলিফা না দেখে ঘুরে আসেন না। তবে এই বিল্ডিং এর ১৬৩ তলায় বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানের সুবিধা গুলি রয়েছে। যে কারণে এখানে সাধারণ মানুষদের যেতে দেওয়া হয় না। আসলে ভবনের সবচেয়ে উপরে তলায় রয়েছে বড় বড় কর্পোরেট অফিস। এর পাশাপাশি সেলিব্রিটিদের শুটিংও চলে।

Image

প্রসঙ্গত, যে কেউ বুর্জ খলিফা ঘুরে দেখতে পারেন। তবে সেখানে যাওয়ার জন্য টিকিট কিনতে হবে। যদিও আপনি এতে পুরোপুরিভাবে বুর্জ খলিফা পরিদর্শন করতে পারবেন না। এমন কিছু জায়গা রয়েছে যেখানে সাধারন মানুষদের যেতে দেওয়া হয় না এবং এই ভবনের উপরে তলাও সেসব জায়গার মধ্যে একটি। তবে সেখানে যেতে চাইলে আপনাকে বিশেষ একটি অনুমতি নিতে হবে।