কেকেআরের বিপক্ষে প্রথম ওভারেই টানা ছ’টি চার হাঁকালেন পৃথ্বী শ (ভিডিও)
অনূর্ধ্ব-১৯ এর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের ছেলেটি ক্রমশই আক্রমণাত্মক হয়ে উঠছেন। ভবিষ্যতে তিনিই যে জাতীয় দলের হয়ে ওপেনিং করবেন এর কোন দ্বিধামত নেই। যদিও ব্যর্থতা কাটিয়ে এবার দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী শ। এমনকি বিজয় হাজারে ট্রফিতেও সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান ছিলেন তিনিই।
এদিন কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তার মার কাটারি ইনিংসের সাক্ষী থাকলো গোটা ক্রিকেট বিশ্ব। কেকেআর তারকা শিভম মাভির প্রথম ওভারেই টানা ছ’টি বাউন্ডারি হাঁকালেন তিনি। দেখে মনে হচ্ছিল বড়ো রান তাড়া করতে নেমেছে দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার।
নাইট রাইডার্স এর দেওয়া ১৫৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন পৃথ্বী শ। শিভম মাভির প্রথম ওভারেই তিনি ২৪ রান করেন টানা ৬টি বাউন্ডারি হাঁকিয়ে। প্রথম বলটি ওয়াইড হয়েছিল। ওই ওভারে মোট রান হয় ২৫। জানিয়ে রাখি এর আগে আইপিএলে টানা ছয় বলে ৬টি চার মেরেছিলেন অজিঙ্কা রাহানে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স খুব দ্রুত ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরপর আন্দ্রে রাসেলের ২৭ বলে অপরাজিত ৪৫ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে ভদ্রস্থ স্কোরে পৌঁছে যায় নাইট বাহিনী। এছাড়া শুভমন গিল এর ব্যাট থেকে এসেছিল ৪৩ রান।
জবাবে পৃথ্বী শ’র ঝড়ো ইনিংস নাইটদের সমস্ত লড়াই শুরুতেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি প্যাট কামিন্স এর বলে (৮২ রান ৪১ বলে) আউট হন। ততক্ষণে ম্যাচ প্রায় শেষ। পৃথ্বী শ’র ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। ২১টি বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালস প্রয়োজনীয় রান তুলে নেয়।
➡️ দেখুন সেই ভিডিও:
https://twitter.com/CricNews02/status/1387970950587510793?s=20