অভিষেক টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন যে ৫ ভারতীয় ব্যাটসম্যান

অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো কোনও ব্যাটসম্যানের স্বপ্নপূরণের চেয়ে কম নয়। এদিন সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি (১০৫ রান) হাঁকিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। তবে অতীতে এর আগে আরও ১৫ জন ভারতীয় ব্যাটসম্যান অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। গুন্ডাপ্পা বিশ্বনাথ, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রোহিত শর্মা আরও অনেকেই। তবে এই প্রতিবেদনে বলা হয়েছে, যে ৫ ভারতীয় ব্যাটসম্যান অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) শিখর ধাওয়ান: ১৮৭ রান 

Dhawan welcomes Afghans with rare feat | cricket.com.au

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানের টেস্টে অভিষেক হয়। তার দুরন্ত সেঞ্চুরিটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা অভিষেক সেঞ্চুরি বলে মনে করা হয়। মাত্র ৮৫ বলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন এবং শেষ পর্যন্ত ১৮৭ রানে (১৭৪ বল) আউট হন। ধাওয়ানের এই ইনিংসে সাজানো ছিল ৩৩টি চার ও ২টি ছক্কা। ফলাফল: ভারতীয় দল ৬ উইকেটে জয়ী।

২) রোহিত শর্মা: ১৭৭ রান

West Indies vs India: Sourav Ganguly suggests trying Rohit Sharma as opener  for Test series

শিখর ধাওয়ানের মতই একই বছর ২০১৩ সালে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং তিনি ৬ নম্বরে ব্যাট করতে নেমে রবীচন্দ্রন অশ্বিনকে সাথে করে ১৭৭ রানের ইনিংস খেলেন। তাদের জুটিতে ওঠে ২৮০ রান। রোহিতের এই ইনিংসে সাজানো ২৩টি চার ও ১টি ছক্কা। ফলাফল: একটি ইনিংস সহ ভারতীয় দল ৫১ রানে জয়ী।

৩) গুন্ডাপ্পা বিশ্বনাথ: ১৩৭ রান

Gundappa Viswanath drives during his century | Photo | Global |  ESPNcricinfo.com

শ্রেয়াস আইয়ারের মতই কানপুরে টেস্ট অভিষেক হয় গুন্ডাপ্পা বিশ্বনাথ। ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে এই মিডল অর্ডার ব্যাটসম্যান ১৩৭ রান করেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল কেবল ২৫টি চার। ফলশ্রুত প্রায় জিততে বসা ম্যাচ অস্ট্রেলিয়া দল হাতছাড়া করে এবং শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়।

আরো পড়ুনঃ অভিষেক টেস্টে যারা সেঞ্চুরি হাঁকিয়েছেন রইল সম্পূর্ণ তালিকা

৪) পৃথ্বী শ: ১৩৪ রান

Prithvi Shaw's century on debut, Virat Kohli put India in command against  West Indies

রোহিত শর্মার মতই পৃথ্বী শ’র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল। ২০১৮ সালে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে তিনি কনিষ্ঠ ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেন। তিনি ৯৯ বলে ১৫টি বাউন্ডারি সাহায্যে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শেষমেষ ১৩৪ রানে স্পিনার দেবেন্দ্র বিশুর হাতে ক্যাচ তুলে আউট হন। তার এই ইনিংসে সাজানো ছিল ১৯টি চার। ফলাফল: ভারতীয় দল একটি ইনিংস সহ ২৭২ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।

৫) সৌরভ গাঙ্গুলী: ১৩১ রান

Sourav Ganguly arrives on the big stage, scores century on debut in Lord's

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ১৯৯৬ সালে লর্ডসের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন, যায় মধ্যে সাজানো ছিল ২০টি বাউন্ডারি। ওই একই ম্যাচে অভিষেক করা রাহুল দ্রাবিড় দুর্ভাগ্যবশত ৯৫ রানে আউট হন। এর পাশাপাশি সৌরভ গাঙ্গুলী বল হাতে ৩টি উইকেট নিয়েছিলেন। ফলাফল: ম্যাচটি ড্র হয়।