অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ১৬ জন ভারতীয় ব্যাটসম্যান, রইল সম্পূর্ণ তালিকা

টেস্ট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মেরুদন্ড হিসেবে পরিচিত। অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো প্রতিটা খেলোয়াড়ের কাছে স্বপ্ন পূরণের মতো। অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রাই বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত ১৬ জন ভারতীয় ব্যাটসম্যান এই কৃতিত্ব অর্জন করেছেন। প্রথম ভারতীয় হিসেবে লালা অমরনাথ অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন এবং সর্বশেষ অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান হলেন শ্রেয়াস আইয়ার।

Image

অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ার শুরু করার চেয়ে ভালো কিছু হয় না। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলের টপ অর্ডাররা দ্রুত ফিরে গেলে শ্রেয়াস আইয়ার দলকে সামলে নেন এবং ১৭১ বলে ১০৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে সঠিক জায়গায় পৌঁছে দেন। তার ইনিংসে সাজানো ছিল ১৩টি চার ও ২টি ছক্কা।

□ অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকা:-
১) লালা অমরনাথ: ১১৮ রান ইংল্যান্ডের বিপক্ষে
২) দীপক শোধন: ১১০ রান পাকিস্তানের বিপক্ষে
৩) এ জি কৃপাল সিং: ১০০* রান নিউজিল্যান্ডের বিপক্ষে
৪) আব্বাস আলী বাগ: ১১২ রান ইংল্যান্ডের বিপক্ষে

৫) হনুমন্ত সিংহ: ১০৫ রান ইংল্যান্ডের বিপক্ষে
৬) গুন্ডাপ্পা বিশ্বনাথ: ১৩৭ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে
৭) সুরিন্দর অমরনাথ: ১২৪ রান নিউজিল্যান্ডের বিপক্ষে
৮) মোহাম্মদ আজহারউদ্দিন: ১১০ রান ইংল্যান্ডের বিপক্ষে

৯) প্রবীণ আমরে: ১০৩ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
১০) সৌরভ গাঙ্গুলী: ১৩১ রান ইংল্যান্ডের বিপক্ষে
১১) বীরেন্দ্র শেহবাগ: ১০৫ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
১২) সুরেশ রায়না: ১২০ রান শ্রীলঙ্কার বিপক্ষে

১৩) শিখর ধাওয়ান: ১৮৭ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে
১৪) রোহিত শর্মা: ১৭৭ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১৫) পৃথ্বী শ: ১৩৪ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১৬) শ্রেয়াস আইয়ার: ১০৫ রান নিউজিল্যান্ডের বিপক্ষে