নিজের ভুলের কারণে অধিনায়কত্ব হারিয়েছেন এমন পাঁচ ক্রিকেটার, তালিকায় এক ভারতীয়

ক্রিকেট এমন একটি অনিশ্চয়তার খেলা যেখানে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ পারফরম্যান্স থাকা সত্ত্বেও একটি ছোট্ট ভুলের কোন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। সম্প্রতি এই ঘটনায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। এক অবৈধ সম্পর্ক ফাঁস হওয়ার পর তিনি অধিনায়কত্ব ছেড়ে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। আজকের প্রতিবেদনে এমন ৫ খেলোয়াড়ের কথা বলা হয়েছে, যাদের অপ্রীতিকর ঘটনায় যুক্ত থাকার কারণে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) হ্যান্সি ক্রোনিয়ে:

Luke Alfred: How Hansie Cronje rose and fell

দক্ষিণ আফ্রিকার অন্যতম কিংবদন্তি ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ে তার ক্যারিয়ারে ৬৮ টেস্টে ৩৭১৪ রান ও ১৮৮টি একদিনের আন্তর্জাতিকে ৫৫৬৫ রান করেছেন। তিনি তার দলকে নেতৃত্বও দিয়েছিলেন। তবে হঠাৎ তার জীবনে নেমে আসে এক অন্ধকারাচ্ছন্ন দিন। ম্যাচ ফিক্সিংয়ের জড়িত থাকায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সত্য প্রমাণিত হলে তিনি আজীবন নিষিদ্ধ হন। দুর্ভাগ্যবশত, ২০০২ সালের ১ লা জুন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।

২) সালমান বাট:

Salman Butt Full Biography, Record, Spot Fixing, Age, Wife, Family & More

পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাটকে তার সময়ের সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হতো। তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩৩ টি টেস্টে ১৮৮৯ রান এবং ৭৮ টি একদিনের আন্তর্জাতিকে ২৭২৫ রান করেছেন। এছাড়াও তিনি ২৪ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ২০১০ সালে পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গেলে অধিনায়ক সালমান বাট স্পট ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হন। এরপর তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় এবং ১০ বছরের জন্য নিষিদ্ধ হন।

৩) মোহাম্মদ আজহারউদ্দিন:

Mohammad Azharuddin pledges to donate to ICA to help former cricketers

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তার প্রথম তিনটি টেস্টে টানা তিনটি সেঞ্চুরি করেছেন। তবে তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হলে বিসিসিআই তাকে আজীবন নিষিদ্ধ করে। তিনি ৯৯ টেস্টে ৬২১৫ ও ৩৩৪ টি ওয়ানডে ৯৩৭৮ করেছেন। আজহারউদ্দিনকে ভারতের অন্যতম সেরা ও সফল অধিনায়ক হিসেবে গণ্য করা হয়।

৪) স্টিভ স্মিথ:

Kohli slips behind Smith in Test Rankings

২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার তরুণ খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফ্ট বলের সাথে কারচুপি করতে গিয়ে ধরা পড়েন। যার পরে তদন্তে দেখা যায়, অস্ট্রেলিয়া দলের তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারও এই অপরাধের অংশ ছিলেন। যার পর স্টিভ স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। শুধু তাই নয়, তাদের এক বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছিল।

৫) শাকিব আল হাসান:

Can't give NOC to Shakib Al Hasan and Mustafizur Rahman for IPL 2021, says Bangladesh

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে যথাক্রমে ২১৫, ২৭৭ ও ১০২ উইকেট নিয়েছেন। ৫৭ টেস্টে ৩৯৩৩ রান, ২১৫টি ওয়ানডেতে ৬৬০০ রান এবং ৮৪টি টি-টোয়েন্টিতে ১৭১৮ রান করেছেন। কিন্তু, এই প্রাক্তন অধিনায়ক এবং তারকা বাংলাদেশী খেলোয়াড় খুব বড় ভুল করেছিলেন। তিনি আইসিসিকে বুকিদের রিপোর্ট করেননি, যার ফলে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার পর তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।