ট্রেনে তো রোজই চড়েন, জানেন একজন লোকো পাইলটের বেতন কত?

প্রতিমাসে একজন ট্রেন চালকের বেতন জানলে অবাক হবেন

Loco Pilot: ভারতবর্ষের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। এই রেলপথ দেশের প্রতিটি কোনায় কোনায় সংযোগ স্থাপন করেছে। এছাড়া ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। তবে আপনি কি জানেন যারা রেল চালক অর্থাৎ লোকো পাইলট তাদের প্রতি মাসে বেতন কত? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

প্রথমত লোকো পাইলট হওয়ার জন্য দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। লোকো পাইলট ট্রেনের গতিবিধি নির্ধারণ করে। এটি রেলের উচ্চপদস্থ পদ। কিন্তু কাউকে লোকো পাইলট হিসেবে সরাসরি নিয়োগ দেওয়া হয় না। প্রথমত সহকারী লোকো পাইলট পদে নিয়োগ করা হয়। এরপর ওই ব্যক্তির অভিজ্ঞতা অর্জনের পর লোকো পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লোকো পাইলট হিসেবে চাকরি পেতে হলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিশেষ পরীক্ষা পরিচালনা করে। এই ক্ষেত্রে আইটিআই পাস ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা। এছাড়া ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে পারেন। উভয় ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে সহকারী লোকো পাইলট হওয়া যায়।

Image

তবে আপনি কি জানেন একজন লোকো পাইলট এর বেতন কত? আপনি যদি না জেনে থাকেন তাহলে বলে রাখি, একজন লোকো পাইলটের বেতন শুরুতেই ২৫ হাজার টাকা। এছাড়া বাড়ি ভাড়া ও পরিবহন এর মতো সুবিধা তো রয়েছেই। অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিবছর বেতন বাড়তে থাকে।

কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন লোকো পাইলট প্রতি বছরে ৮ থেকে ১০ লক্ষ টাকা বেতন পান। প্রসঙ্গত, একজন লোকো পাইলটের দৈনিক ডিউটি ৮ ঘন্টা। তবে কোন স্টেশনে একটু আগে বা দেরিতে এলে পরবর্তী পাইলট দায়িত্ব নেন না। এই ক্ষেত্রে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরেই তিনি কাজ থেকে অব্যাহতি পান।