থাকেন এক কামরা ফ্ল্যাটে, ছবি পিছু নেন ১০০ কোটি, সালমানের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন!

জানেন বলিউডের ভাইজানের মোট সম্পত্তির পরিমাণ কত?

Salman Khan Net Worth: ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যাসি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সালমান খান (Salman Khan)। এর জন্য ১১ হাজার টাকা পারিশ্রমিক পান। কিন্তু বর্তমানে সেই মানুষটিই প্রতি ছবি থেকে ১০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। সম্প্রতি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য ১২৫ কোটি টাকা, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য ১৩০ কোটি টাকা নিয়েছিলেন।

বর্তমানে, সালমান খান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর টাকা আয় করেন। সূত্র অনুযায়ী, টুইটার বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের পোস্ট পিছু ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও বছর ভোট প্রায় ১০ থেকে ১৫ টি ব্রান্ডের হয়ে প্রচার করেন ‘ভাইজান’। এছাড়াও অভিনেতা নিজস্ব ব্যবসা, নিজস্ব প্রযোজনা সংস্থা, পোশাকের ব্রান্ড ও জিমের সরঞ্জাম থেকে প্রচুর অর্থ আয় করেন।

সালমান খান বলিউডের প্রথম শ্রেণীর তারকা। তিনি মুভির পাশাপাশি দীর্ঘদিন ধরে রিয়ালিটি শো ‘বিগ বিস’ এর সঞ্চালনা করছেন। জানা গেছে, এই শো এর প্রতি পর্বের জন্য ১২ থেকে ১৫ কোটি টাকা চার্জ করেন। এছাড়াও দেশের কয়েকটি স্টার্ট আপ কোম্পানিতে তিনি বিনিয়োগ করেছেন। এদিকে তিনি এক কামরা ফ্ল্যাটে থাকলেও তার বাড়ি-গাড়ির সংখ্যা নেহাতই কম নয়।

জানা গেছে, তার মুম্বাইতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মোট দাম ১১৫ কোটি। এছাড়াও তার একটি ফার্ম হাউস রয়েছে, যার দাম ৯৪ কোটি টাকা। এছাড়া মুম্বাই ও দুবাই মিলিয়ে সালমান খানের আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এছাড়াও সালমানের মোটর বাইকের প্রতি ভালোবাসা সকলে জানা। তার গ্যারেজের ৪টি সুপার বাইক রয়েছে যেগুলি দাম প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি।

এদিকে সালমানের ৬টি বিলাসবহুল গাড়ি রয়েছে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার ভোগ, ল্যান্ড ক্রুজার ও লেক্সাস। তার এই দীর্ঘ সফরে দর্শকদের ভালোবাসার পাশাপাশি পাহাড় প্রমাণ সম্পত্তির মালিকও। সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জানা গেছে সালমান খান বছরে প্রায় ২০০ কোটি টাকা আয় করেন। সেই অনুপাতে বর্তমানে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ ২,৮৫০ কোটি টাকা।