ইন্টারভিউ প্রশ্ন: কী এমন জিনিস যা আপনার কিন্তু অন্যজনে ব্যবহার করে অথচ মানাও করতে পারেন না?

আপনার জিনিস অথচ অন্যজনে ব্যবহার করে কিন্তু মানাও করতে পারেন না, সেটি কী

Interview Questions: কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। কিন্তু তার জন্য প্রয়োজন ভাল ভাবে চাকরির পরীক্ষায় উর্তীর্ণ হওয়া। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে?
উত্তরঃ মাছের পটকা।

২) প্রশ্নঃ বাঘাযতীন কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন?
উত্তরঃ বুড়িবালামের যুদ্ধ।

৩) প্রশ্নঃ কোন আন্দোলনের মাধ্যমে জহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন?
উত্তরঃ হোমরুল আন্দোলন।

৪) প্রশ্নঃ ‘রোটাং পাস’ গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

৫) প্রশ্নঃ হুগলি জেলার কোন জায়গায় মোটর গাড়ি তৈরি হতো?
উত্তরঃ হিন্দমোটরে।

৬) প্রশ্নঃ বোকারো কারখানাতে কোন নদীর জল ব্যবহৃত হয়?
উত্তরঃ দামোদর।

৭) প্রশ্নঃ কোন শিল্পকে সব শিল্পের মেরুদন্ড বলা হয়?
উত্তরঃ লৌহ ইস্পাত শিল্প।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয়?
উত্তরঃ হাওড়া।

৯) প্রশ্নঃ কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ বইটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন স্থান উত্তর-পূর্বের ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত?
উত্তরঃ শিলিগুড়ি।

১১) প্রশ্নঃ কোন জেলাকে ‘পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার’ বলা হয়?
উত্তরঃ বর্ধমান জেলা।

১২) প্রশ্নঃ আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরি করা খেলোয়াড় হলেন কে?
উত্তরঃ রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (১৩ বলে)।

১৩) প্রশ্নঃ কোন জিনিস ভিজলে ১ কেজি শুকালে ২ কেজি পোড়ালে হয় ৩ কেজি?
উত্তরঃ সালফার।

১৪) প্রশ্নঃ ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোনটি?
উত্তরঃ পান্না, মধ্যপ্রদেশ।

১৫) প্রশ্নঃ আপনার জিনিস অথচ অন্যজনে ব্যবহার করে কিন্তু মানাও করতে পারেন না, সেটি কী?
উত্তরঃ আপনার নাম (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।