নীল দুনিয়া ছেড়ে বলিউডে প্রবেশ, সানি লিওন কত টাকার মালিক জানলে অবাক হবেন!

সানি লিওনের মোট সম্পদের পরিমাণ কত জেনে চমকে যাবেন

Sunny Leone: একটা সময় নীল দুনিয়ার রানি ছিলেন সানি লিওন। তবে ২০১২ সালে নীল দুনিয়াকে বিদায় জানিয়ে ‘জিসম টু’ (Jism 2) সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। প্রথম দিকে তাকে বি-টাউনের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই জায়গা করে নিয়েছেন। সেইসঙ্গে মালিক বনে গেছেন পাহাড় সমান অর্থবিত্তের। 

সিনেমা এবং রিয়্যালিটি শো ছাড়াও বিজ্ঞাপনে অভিনয় করেও বহু অর্থ উপার্জন করেন তিনি। জানেন কি, সানি লিওনের মোট সম্পত্তির পরিমাণ কত? বলিউডে ১২ বছর কাজ করেই এই বিশাল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন তিনি। বাস করছেন স্বামী সন্তান নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে। এখানেই শেষ নয়। লস অ্যাঞ্জেলেসেও বাড়ি আছে তার। ‘ড্রিম’ নামের ওই বাড়িটির মূল্য ১৯ কোটি রুপি।  

মুম্বাই, লস অ্যাঞ্জেলেসের বাড়ি দুটি ছাড়াও একাধিক আলিশান বাড়ি রয়েছে তার। বিলাসী সানি লিওনের গ্যারেজের গাড়িও নামকরা সব প্রতিষ্ঠানের। অডি, বিএমডব্লিউসহ এবং কোয়াট্রোপোর্ট সংস্থার গাড়ি রয়েছে এ তালিকায়। এ ছাড়া সুগন্ধী ও রূপচর্যার সামগ্রী তৈরির দুটি প্রতিষ্ঠান রয়েছে এ তারকার।

সানির আইটেম গান প্রকাশ পাওয়া মানে অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ! এ কারণে তার চাহিদাও আকাশচুম্বী। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন ও রিয়েলিটি শোয়েও মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে অংশ নেন তিনি। প্রতি সিনেমায় প্রায় ১.২ কোটি টাকা নিয়ে থাকেন। 

সানি লিওনের মোট সম্পদ হল ১৩ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৮ কোটি টাকা। তিনি ভারতের একজন পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। তার প্রধান উপার্জন হল সিনেমা, ব্র্যান্ড অনুমোদন, স্টেজ শো এবং তার মেকআপ ব্র্যান্ডকে। ফলে আয়ের ঝুলি পরিপূর্ণ হতেও সময় লাগেনি।  

১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিয়োতে জন্মগ্রহণ করেন সানি। বাবা-মা তাঁর নাম দেন করণজিৎ কৌর ভোহরা। মাত্র ১৮ বছর বয়সে সানি লিওনি নীল দুনিয়ায় পা রাখেন। খুব শীঘ্রই তাঁর নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সারা জীবনে মোট ৫৬টি নীল ছবিতে অভিনয় করেছেন। ২০১১ সালে নীল ছবির তারকা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। এর পাশাপাশি সানি বেশ কতজন অনাথ শিশুকে দত্তক নিয়েছেন।