বলুন তো ছবিতে থাকা এই যুবকটির নাম কী হবে, কেবল জিনিয়াসরাই সঠিক উত্তর দেবেন!

Brain Challenge: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আজকাল নানা ধরনের পোস্ট দেখতে পাওয়া যায়। কখনো অপটিক্যাল ইল্যুশন বা কখনো অঙ্কের ধাঁধা আবার কখনো সাংকেতিক চিহ্ন নির্ণয়ের মাধ্যমে নাম খুঁজে বের করা। যাইহোক এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে আপনাকে বলতে হবে যুবকটির নাম কী হতে পারে?

ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একজন যুবক রয়েছে এবং তার পাশে দুটি সাংকেতিক চিহ্ন। আর আপনাকে এই দুই চিহ্নের মাধ্যমে বলতে হবে ছবিতে থাকা যুবকটির নাম কী হবে? আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাহলে আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। এছাড়া আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে।

কিন্তু অনেকেই আবার ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও রহস্য বুঝতে পারেনি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। তবে জিনিয়াসরা সহজেই ছবি রহস্য খুঁজে পেয়েছেন এবং তারা সঠিক উত্তর দিয়েছেন। তবে আপনার ক্ষেত্রেও যদি এই চ্যালেঞ্জটি অনেক কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।

ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ছবিতে যুবকটির পাশে রয়েছে জুতো ও ট্রফির দুটি সাংকেতিক চিহ্ন। ইংরেজিতে জুতোকে ‘Shoe’ (সু) বলা হয় আর অন্যদিকে ট্রফি সাধারণত জয়ী দলকেই দেওয়া হয়। সুতরাং ট্রাফিকে ‘জয়’ বলা হয়েছে। এবার দুই সংকেতিক চিহ্ন মিলিয়ে হয় সু+জয়= সুজয়। অর্থাৎ যুবকটির নাম হবে ‘সুজয়’। 

মস্তিষ্কের চ্যালেঞ্জগুলি যেকোনো বয়সী মানুষেই গ্রহণ করতে পারেন। তবে নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে। আপনি যত ধাঁধা সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। শিশুদের বিকাশের ক্ষেত্রেও সহজ ধাঁধাগুলি অনেক সহায়তা করে।