ভারতের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন?

পশ্চিমবঙ্গে কত শতাংশ মানুষ বাস করে দেশের মোট জনসংখ্যার?

General Knowledge Quiz : ছাত্রছাত্রীরা কেবল বই পড়েই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয় না, তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এটি এমন একটি বিষয় যা মানুষের জ্ঞানের পরিধিকে বাড়াতে সাহায্য করে। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের পতাকা চৌকো নয়?
উত্তরঃ নেপালের পতাকা।

২) প্রশ্নঃ দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়?
উত্তরঃ মাদুরাই কে।

৩) প্রশ্নঃ বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কী?
উত্তরঃ এনিয়াক (ENIAC)।

৪) প্রশ্নঃ কোন ইলেকট্রিক যন্ত্র আসার পর থেকে মানুষ বেশি রঙিন স্বপ্ন দেখা শুরু করে?
উত্তরঃ কালার টিভি।

৫) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নারকেল উৎপন্ন হয়?
উত্তরঃ ইন্দোনেশিয়া।

৬) প্রশ্নঃ এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশটি সবথেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে?
উত্তরঃ জাপান দেশ।

৭) প্রশ্নঃ ব্রোঞ্জ কোন দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি করা হয়।

Image

৮) প্রশ্নঃ কম্পিউটার কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ গণনাকারী যন্ত্র।

৯) প্রশ্নঃ বিশ্বের মধ্যে ভারত কত নম্বর ধনী দেশ?
উত্তরঃ বিশ্বের পঞ্চম শক্তিশালী অর্থনৈতিক দেশ ভারত।

১০) প্রশ্নঃ সিংহ কোন প্রাণী ডাক শুনে ভয় পায়?
উত্তরঃ মোরগের ডাক।

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ভিক্ষুক আছে?
উত্তরঃ বিহার ও ছত্রিশগড়। কারণ এই দুটি রাজ্য ভারতের অন্যতম গরিব রাজ্য।

১২) প্রশ্নঃ কত সালে ময়ূরকে ভারতের জাতীয় পাকে হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ১৯৬৩ সালে।

১৩) প্রশ্নঃ কোন দেশটির সংস্কৃতি ভারতের মতো?
উত্তরঃ নেপাল।

১৪) প্রশ্নঃ ব্রিটিশদের আগে ভারত কে শাসন করেছিল?
উত্তরঃ ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে মুঘল সাম্রাজ্য ভারত শাসন করেছিল।

১৫) প্রশ্নঃ ভারতের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন?
উত্তরঃ ৮% মানুষ।