‘রাজ’ বা ‘স্ত্রী’ নয়, জানেন ভারতের সবচেয়ে বেশি আয় করা হরর মুভি কোনটি?

বলিউডের বক্স অফিসে সুপারহিট হওয়া হরর মুভি কোনটি?

Bollywood Horror Movies : বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে বহু হরর ছবি মুক্তি পেয়েছে, এর মধ্য কিছু ছবি সুপারহিটও হলেও কিছু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এই সবের মধ্যে, ২০২২ সালে, এমন একটি ভুতুড়ে ছবি এসেছিল, যা দর্শকদের রীতিমত ভয় পাইয়ে দিয়েছিল এবং সমান তালে হাসিয়েছিল তথা আয়ের দিক থেকেও ছিল শীর্ষে। এবার দেখে নেওয়া যাক বলিউডের সবচেয়ে বেশি আয় করা হরর ছবি কোনগুলি…

Image

রাজ (Raaz): ডিনো মোরিয়া ও বিপাশা বসুর সিনেমা ‘রাজ’ মুক্তি পায় ২০০২ সালে। তখন আয়ের দিক থেকে বক্স অফিসে ঝড় তুলেছিল এই হরর ছবি। ছবিটি পরিচালনা করেছিলেন বিক্রম ভাট এবং প্রযোজনায় ছিলেন মুকেশ ভাট। ৫.২৫ কোটিতে তৈরি ছবিটি বিশ্বব্যাপী ৩৬.৬৩ কোটি টাকা সংগ্রহ করে।

Image

স্ত্রী (Stree): ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল। এতে প্রধান চরিত্রে ছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী’ তৈরি করতে নির্মাতাদের খরচ হয়েছিল মাত্র ২৪ কোটি টাকা এবং এটি বক্স অফিসে আয় করে ১৭১ কোটি টাকা।

Image

১৯২০ দ্য ইভিল রিটার্নস (1920 The Evil Returns): ছবিটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মুভি। যেটি বিক্রম ভাট রচিত এবং ভূষণ প্যাটেল পরিচালিত। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আফতাব শিবদাসানি, টিয়া বাজপাই। ছবিটির বাজেট ছিল ৯ কোটি এবং বক্স অফিসে কালেকশন করে ২৮ কোটি টাকা।

Image

ভুল ভুলাইয়া ২ (Bhul Bhulaya 2): কার্তিক আরিয়ানের হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ ২০২২ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলির মধ্যে একটি। ৯০ কোটিতে নির্মিত এই ছবিটি ২৬৩ কোটির দুর্দান্ত ব্যবসা করেছে। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা গেছে কিয়ারা আদভানিকে।