ধোনি কি আইপিএল ২০২৩ খেলবেন? সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন ক্যাপ্টেন কুল

জাদেজার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ব্যর্থতার কবলে পড়লে দলের স্বার্থে নেতৃত্বভার গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। এই মরসুমে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে যখন ধোনি টস করতে আসেন তখন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখার মত ছিল। চলতি আইপিএল শুরু হওয়ার আগেই ধোনি অধিনায়কত্ব ছেড়েছিলেন, তখন সবাই মনে করেছিল এটি হয়ত তার শেষ আইপিএল মরসুম।

এদিন টসের সময় মহেন্দ্র সিং ধোনি মাঠে উপস্থিত হলে ড্যানি মরিসন তাকে জিজ্ঞাসা করেন, “আগামী বছর আবার হলুদ জার্সিতে দেখা যাবে কি?” এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে ধোনি বলেন, হ্যাঁ হলুদ জার্সিতে দেখা যাবে। ক্যাপ্টেন কুল বলেন, “আগামী মরসুমে নিশ্চিতভাবেই আমায় হলুদ জার্সিতে দেখতে পাবেন। তবে এই হলুদ জার্সিতেই নাকি অন্য কোনও হলুদ জার্সিতে, সেটা আলাদা ব্যাপার।”

https://twitter.com/ChennaiIPL/status/1520764996799451136?s=20&t=IYc0rHOkgSeLX667F0VoSQ

সিএসকের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অবস্থার সম্পর্কে ধোনিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির ভালোভাবে বুঝতে হবে, আমরা অনেক ক্যাচ ফেলেছি। অনেক কিছু আছে যেখানে আপনাকে ভালো করতে হবে। এসবের ব্যাপক গুরুত্ব রয়েছে।” এই ম্যাচের আগে রবীন্দ্র জাদেজা নিজের খেলায় মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে সিএসকে কর্তৃপক্ষ।

ওই বিবৃতিতে লেখা ছিল, “রবীন্দ্র জাদেজা খেলায় মনোযোগ দেওয়ার কারণে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ধোনিকে সিএসকে দলকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যেটা ধোনি গ্রহণ করেছেন। এর আগে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মোট আটটি ম্যাচ খেলেছে, যেখানে মাত্র দুটি জয় পেয়েছে। টুর্নামেন্ট শুরুর প্রথম চারটি ম্যাচ হেরে যাওয়ায় সিএসকের অবস্থা খুব একটা ভালো না। তবে এদিন সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে নিজেদের আস্থা ফিরিয়েছে।

রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব নিয়ে এতটা চাপে পড়ে ছিলেন যে ঠিকঠাক মতো ব্যাটিং বোলিং ও ফিল্ডিং করতে পারছিলেন না। তাই সিএসকে দলকে চার বার চ্যাম্পিয়ন করা ধোনি পুনরায় নেতৃত্বভার গ্রহণ করলেন। এদিন সিএসকে দল প্রথমে ব্যাট করে ২০৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। ঋতুরাজ গায়কোয়াড় (৯৯) ও ডেভন কনওয়ের (৮৫*) ওপেনিং জুটিতে ১৮২ রান ওঠে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৮৯ রান তুলতে সক্ষম হয়। সিএসকের হয়ে মুখেশ চৌধুরী চারটি উইকেট নেন এবং ম্যাচের সেরা হন ঋতুরাজ।