GK প্রশ্ন : নিজের বাবা-মা ও ভাই, বোনেদের থেকে রক্ত নেওয়া উচিত নয় কেন?

যে কারণে আপনজনদের কাছ থেকে রক্ত নেওয়া উচিত নয়

General Knowledge Quiz : আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত। আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি করা হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি।

২) প্রশ্নঃ কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেছিলেন?
উত্তরঃ ডারউইন সর্বপ্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলে অভিহিত করেন।

৩) প্রশ্নঃ ভারতের টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ ভারতের টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক ছিলেন সি কে নাইডু (১৯৩২ সাল)।

৪) প্রশ্নঃ গিরগিটির রং পাল্টাতে কত মিনিট সময় লাগে?
উত্তরঃ গিরগিটির রং পাল্টাতে সময় লাগে দুই মিনিট।

৫) প্রশ্নঃ ভারতের কোন ক্রিকেটার দেশের হয়ে দাবা খেলায় প্রতিনিধিত্ব করেছিলেন?
উত্তরঃ ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল দেশের হয়ে দাবা খেলায় প্রতিনিধিত্ব করেছিলেন।

Image

৬) প্রশ্নঃ ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ পশ্চিমবঙ্গের হুগলিতে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়।

৭) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয়?
উত্তরঃ আমাদের শরীরে বৃক্কে বা কিডনিতে মূত্র তৈরি হয়।

৮) প্রশ্নঃ বীর সন্ন্যাসী নামে পরিচিত কে?
উত্তরঃ বীর সন্ন্যাসী নামে পরিচিত হলেন স্বামী বিবেকানন্দ।

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে (পূর্ব বর্ধমান) ধানের গোলা বলা হয়।

Image

১০) প্রশ্নঃ নিজের বাবা-মা ও ভাই, বোনেদের থেকে রক্ত নেওয়া উচিত নয় কেন?
উত্তরঃ বিশেষ করে কাছের আপনজন (মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে ইত্যাদি) থেকে রক্ত নিলে transfusion-associated graft versus host disease (TA-GvHD) ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে আমাদের দেহের ডিফেন্সে ভয়াবহ ক্ষতি হতে পারে।