GK প্রশ্ন : জানেন ভারতে কোন নামের মানুষের সংখ্যা সবচাইতে বেশি?

কোন নামের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ধরনের তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্ন উত্তর নিয়ে আসা হলো যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ মানুষ কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে?
উত্তরঃ ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মানুষ রক্ত দান করতে পারে।

২) প্রশ্নঃ একজন মানুষ কতগুলি হাড় নিয়ে জন্মায় আর কতগুলি হাড় নিয়ে মারা যায়?
উত্তরঃ একজন মানুষ জন্মায় ৩০০টি হাড় নিয়ে আর মারা যায় ২০৬টি হাড় নিয়ে।

৩) প্রশ্নঃ ভারতে সবথেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে?
উত্তরঃ গুজরাট রাজ্যে সবথেকে শেষে সূর্য উঠে।

৪) প্রশ্নঃ ভারতবর্ষে গোলাপের চাষ কোন শাসকের আমল থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ মুঘল শাসক বাবরের আমল থেকে ভারতবর্ষে গোলাপের চাষ শুরু হয়েছিল।

৫) প্রশ্নঃ জানেন সাইকেলকে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ সাইকেলকে বাংলায় বলা হয় দ্বিচক্রযান।

৬) প্রশ্নঃ কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয়?
উত্তরঃ উট পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয়।

৭) প্রশ্নঃ গৌতম বুদ্ধের মতো দেখতে নাশপাতি কোন দেশে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ চীন ও জাপান দেশে গৌতম বুদ্ধের মতো নাশপাতি দেখতে পাওয়া যায়।

Image

৮) প্রশ্নঃ বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয়?
উত্তরঃ নদীয়া জেলার নবদ্বীপ শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়।

৯) প্রশ্নঃ জানেন ভারতের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ মুম্বাই ভারতের বৃহত্তম শহর।

১০) প্রশ্নঃ জানেন ভারতে কোন নামের মানুষের সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ ভারতের রাম নামের মানুষের সংখ্যা সবচাইতে বেশি।