২০১১ বিশ্বকাপে রোহিত শর্মাকে সুযোগ দেওয়া হয়নি কেন, এবার প্রকাশ্যে এসেছে সেই তথ্য

আইসিসি আয়োজিত ২০১১ ওয়ানডে বিশ্বকাপ প্রায় এক দশক পেরিয়ে গেছে। ভারতীয় উপমহাদেশে অনুষ্ঠিত ১০তম বিশ্বকাপের আসরে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করে ২৮ বছর পর বিশ্বকাপের শিরোপা জয় করে। তবে ওই টুর্ণামেন্টে রোহিত শর্মার জায়গা না পাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের একটি কৌতূহল ছিল, এবার তা প্রকাশ্যে এসেছে।

ভারতীয় দল বাছাইয়ের দায়িত্বে ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ই নির্বাচক কমিটির এক সদস্য রাজা ভেঙ্কট বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে নির্বাচিত করা হয়নি কেন, সেই বিষয়ে তিনি ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ২০১১ বিশ্বকাপে জন্য ভারতীয় দলে সবচেয়ে উজ্জ্বল এবং বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে রোহিতকে বেছে নেয়া উচিত ছিল। নির্বাচন কমিটি, তা মানতে রাজি হয়নি। তার জায়গায় অন্য খেলোয়াড় আসেন।

I want to win World Cups' – Rohit Sharma

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কিভাবে শ্রীকান্তের নির্বাচন কমিটি রোহিত শর্মাকে উপেক্ষা করেছিল এবং কেন তার জায়গায় একজন লেগ স্পিনার পীযূষ চাওলাকে বেছে নেয়। প্রাক্তন নির্বাচক রাজা ভেঙ্কট এই পুরো বিষয়টি নিয়ে একটি সংবাদপত্রের সাথে খোলাখুলিভাবে বলেছেন।

সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়ে রাজা ভেঙ্কট বলেন, “দল নির্বাচন করা কঠিন ছিল না, আগে থেকেই পূর্বপরিকল্পিত ছিল। দলটি প্রায় একই রকমের ছিল যেটা আগে থেকেই খেলছিল। ১৪ জন খেলোয়াড় আগে থেকেই নির্বাচিত হন। কিন্তু ১৫তম খেলোয়াড় হিসেবে আমরা রোহিত শর্মাকে চেয়েছিলাম।

Rohit Sharma's five-century haul at the 2019 Cricket World Cup

তবে দুর্ভাগ্যবশত টিম ম্যানেজমেন্ট পীযূষ চাওলাকে বেছে নেয়। রোহিত এখনকার মতই একজন দুর্দান্ত মানের খেলোয়াড় ছিলেন। তার প্রতিভার কোন অভাব ছিল না, নির্বাচকরাও সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট চাওলাকে বেছে নেয় আর তাতেই আমাদের রাজি হতে হয়।”

এরপর তিনি আরও বলেন, “আসলে সেই সময় ভারতীয় দলে একজন লেগস্পিনারেরও খুবই দরকার ছিল। এছাড়াও পীযূষ চাওলা গুগলির জন্য আমাদের কাছে একটি ভাল বিকল্প ছিলেন।”