শচীনের এই ৫টি বড় ইনিংস খেলার পরেও পরাজয়ের মুখোমুখি হয়েছে ভারতীয় দল

‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় একটি নাম। অধিকাংশ রেকর্ডগুলিই কেবল তার নামই রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করা শচীন তার ক্যারিয়ারে অনেক বড় বড় ইনিংস খেলেছেন। তবে এমন কয়েকটি ওয়ানডে ইনিংস রয়েছে, যেখানে ভারতীয় দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়।

আজকে প্রতিবেদনে বলা হয়েছে, শচীন টেন্ডুলকারের যে পাঁচটি বড় ইনিংস খেলার পরেও পরাজয়ের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এবার সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক:-

১) অস্ট্রেলিয়ার বিপক্ষে: ১৭৫ রান

Pause, rewind, play: Sachin Tendulkar's sublime knock of 175 in a losing  cause against Australia

২০০৯ সালে ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৫০ রান তোলে। জবাবে শচীন টেন্ডুলকার আক্রমণাত্মকভাবে ব্যাটিং শুরু করেন। শেষ পর্যন্ত দলকে তিনি প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে এলেও ২ বল বাকি থাকতেই ভারত অলআউট হয়ে যায় এবং মাত্র ৩ রানে পরাজিত হয়। শচীনের ১৪১ বলে ১৭৫ রানের ইনিংসটি কখনো ভোলার নয়। এমনকি ম্যান অব দ্যা ম্যাচ তিনি নির্বাচিত হন।

২) জিম্বাবুয়ের বিপক্ষে: ১৪৬ রান

India in Zimbabwe: A brief ODI history | New Zealand in India 2016 News -  Times of India

২০০০ সালে জিম্বাবুয়ে সফরে একটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়ে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৮৩ রান তোলে। এই ম্যাচে শচীন টেন্ডুলকার ১৫৩ বলে ১৪৬ রানের একটি ইনিংস খেলেছিলেন। জবাবে জিম্বাবুয়ে দল ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নেয়। ৩ উইকেট ও ৭০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হন গ্র্যান্ড ফ্লাওয়ার।

) অস্ট্রেলিয়ার বিপক্ষে: ১৪৩ রান

As the iconic Tendulkar turns 48, we rewind to his unforgettable ODI feat!

১৯৯৮ সালে শারজায় কোকাকোলা কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল মুখোমুখি হয়। অজিরা প্রথমে ব্যাট করে ২৮৪ রান খাড়া করে। জবাবে ভারতীয় দলকে ৪৬ ওভারে ২৭৬ রান চেস করতে হতো। শচীন টেন্ডুলকার একাই লড়ে যান এবং মরুশহরে তিনি তার ব্যাটিং এর ঝড় তোলেন। শচীন ১৩১ বলে ১৪৩ রান করেন, তার এই ইনিংসে সাজানো ছিল ৫টি ছক্কা ও ৯টি চার। যদিও ভারতীয় দল ২৬ রানে পরাজিত হয়। তবে ম্যাচের সেরা খেলোয়াড় শচীন টেন্ডুলকারই হয়েছিলেন।

৪) পাকিস্তানের বিপক্ষে: ১৪১ রান

Most Runs In ODI Cricket | Batting Stats – Top Run Getters In The History  Of One Day Internationals

২০০৪ সালে পাকিস্তান সফরে একটি ওয়ানডে ম্যাচে ভারতের সামনে পাকিস্তানি দল ৩৩০ রানের জয়ের জন্য লক্ষ্যমাত্রা রাখে। জবাবে শচীন টেন্ডুলকার শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন। তিনি ১৩৫ বলে ১৪১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলার পরও ভারতীয় দল মাত্র ১৩ রানের জন্য পরাজিত হয়। এবারও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শচীন টেন্ডুলকারই।

৫) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে: ১৪১* রান

New ground: Five unusual cricket venues | cricket.com.au

২০০৬ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিএলএফ কাপে ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। ভারতীয় দল প্রথমে ব্যাট করে শচীন টেন্ডুলকারের অপরাজিত ১৪১ রানের (১৪৮ বল) ইনিংসের উপর ভর করে ৩০৯ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে। এরপর বৃষ্টি বিঘ্নিত হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজ দল ২৯ রানে জয়ী হয়। তবে শচীন টেন্ডুলকারকেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।