GK প্রশ্ন : রাম মন্দির তৈরিতে কোনও লোহা ব্যবহার করা হয়নি কেন?

যে কারণে রাম মন্দির তৈরিতে লোহা ব্যবহার করা হয়নি?

General Knowledge Quiz : গত ২২শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। রাম মন্দির নির্মাণ শুরু হওয়া থেকে মানুষের কৌতূহলের শেষ নেই। তবে আপনি কি জানেন রাম মন্দির তৈরিতে কেন কোনও লোহার ব্যবহার করা হয়নি? এই প্রশ্নের উত্তর কি জানা আছে? যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ জানেন মহাকাশে গিয়ে প্রথম বলা ভাষাটি কোনটি?
উত্তরঃ মহাকাশে গিয়ে প্রথম বলা ভাষাটি হল রাশিয়ান।

২) প্রশ্নঃ ডিম উৎপাদনে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ ভারতের স্থান দ্বিতীয় স্থানে।

৩) প্রশ্নঃ কোন দেশে বর্ষার জল সংরক্ষণ করে রাস্তা ধোয়া হয়?
উত্তরঃ জাপান দেশে বর্ষার জল সংরক্ষণ করে রাস্তা ধোয়া হয়।

Image

৪) প্রশ্নঃ দাঁত মাজার ব্রাশে এক্সপায়ার ডেট লেখা থাকে না কেন?
উত্তরঃ দাঁত মাজার ব্রাশ এক্সপায়ার হয় না কিন্তু ব্যবহার শুরু করলে দু-তিন মাসের মধ্যে পাল্টাতে হয়।

৫) প্রশ্নঃ কাঁচা নাকি পাকা লঙ্কা বেশি ঝাল হয়?
উত্তরঃ আসলে লঙ্কা যখন পাকতে শুরু করে লঙ্কায় তখন সবচেয়ে বেশি ঝাল থাকে।

৬) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছিল?
উত্তরঃ মুম্বাই শহরে প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছিল।

৭) প্রশ্নঃ কোন প্রাণী নিজের শরীর থেকে অতিরিক্ত লবণ বের করার জন্য কাঁদে?
উত্তরঃ সামুদ্রিক কচ্ছপ নিজের শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দেওয়ার জন্য কাঁদে।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সমুদ্রের নিচে দিয়ে রেল চলাচল করে?
উত্তরঃ জাপান দেশে সমুদ্রের নিচে দিয়ে রেল চলাচল করে।

৯) প্রশ্নঃ কোন দেশে কোলগেট মাঝে নিষিদ্ধ?
উত্তরঃ স্পেন দেশে কোলগেট মাজন নিষিদ্ধ।

১০) প্রশ্নঃ রাম মন্দির তৈরিতে কোনও লোহা ব্যবহার করা হয়নি কেন?
উত্তরঃ আসলে ভূমিকম্প প্রতিরোধের জন্য রাম মন্দিরে কোনও লোহা ব্যবহার করা হয়নি।