GK প্রশ্ন : পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কোনটি — ইলিশ নাকি রুই? ৯০% শতাংশ মানুষ ভুল উত্তর দেন

বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য মাছের নাম কী?

General Knowledge Quiz : দেশের মতো প্রতিটি রাজ্যেই নিজস্ব ফল, ফুল, গাছ-গাছালি ইত্যাদিকে জাতীয়করণ করা হয়েছে। যেহেতু আপনার বাস পশ্চিমবঙ্গে, তাহলে জানেন কি এই রাজ্যের রাজ্য মাছ কোনটি? ইলিশ নাকি রুই? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, চিন্তা করার কিছু নেই। এই প্রতিবেদনে কয়েকটি অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ জানেন প্রকৃতির আঁচল কাকে বলা হয়?
উত্তরঃ অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়।

২) প্রশ্নঃ উলের পোশাক পরলে বেশি গরম করে কেন?
উত্তরঃ আসলে উল বাইরের তাপকে শোষণ করে এবং শরীরের ভিতরের তাপকে বের হতে দেয় না, যার জন্য বেশি গরম করে।

৩) প্রশ্নঃ ভারতে ২০০ টাকা নোট কত সালে চালু হয়েছিল?
উত্তরঃ ২০১৭ সালে ভারতে ২০০ টাকা নোট চালু হয়েছিল।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট কোনটি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট।

৫) প্রশ্নঃ ঘুম থেকে উঠে বাসি মুখে জল খেলে কী হয়?
উত্তরঃ শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি পায়।

৬) প্রশ্নঃ উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ফ্লোরিজেন নামক হরমোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে।

৭) প্রশ্নঃ কোন ফসলকে বলা হয় তৃষ্ণার্ত ফসল?
উত্তরঃ ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল।

৮) প্রশ্নঃ টাইটানিক জাহাজটি তৈরি হতে কতদিন সময় লেগেছিল?
উত্তরঃ টাইটানিক জাহাজটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর।

৯) প্রশ্নঃ ভারতের কমলালেবুর শহর বলা হয় কাকে?
উত্তরঃ নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কোনটি — ইলিশ নাকি রুই?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য মাছ হলো রুই মাছ।