১ টাকা কয়েনের নিচে এই ছোট্ট বিন্দুটি থাকে কেন, জানলে অবাক হবেন

যে কারণে কয়েনের নিচে এই ছোট্ট বিন্দু থাকে?

Indian Coins: দৈনন্দিন জীবনে খুচরো পয়সার অনেক গুরুত্ব রয়েছে। তবে আপনি কি কখনো খেয়াল করেছেন ১ থেকে ১০ টাকার কয়েনের মধ্যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন রয়েছে। কোনটিতে বিন্দু, তারকা আবার ডায়মন্ড চিহ্নও রয়েছে। আসলে এগুলিকে বলা হয় মিন্টমার্ক (mintmarks)। বর্তমানে আমাদের দেশের মোট চারটি টাঁকশাল রয়েছে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়ডা।

আসলে প্রতিটি টাঁকশাল (Mint) থেকে মুদ্রিত কয়েনে ভিন্ন ভিন্ন চিহ্ন থেকে বোঝা যায় এই কয়েনগুলি কোথায় তৈরি হয়েছে। আপনি যদি কোন কয়েনের নিচের স্টার বার তারকা চিহ্ন (star) দেখে থাকেন তাহলে এর অর্থ সেই কয়েনটি হায়দ্রাবাদের টাঁকশাল থেকে মুদ্রিত হয়েছে। জানিয়ে রাখি, ১৯৬৮সাল থেকে এই স্টার চিহ্নটি ব্যবহার করা হচ্ছে।

Image

কোন মুদ্রা যদি হীরক বা ডায়মন্ড চিহ্ন (diamond) দেখে থাকেন তাহলে এর অর্থ ওই মুদ্রাটি মুম্বাই টাঁকশাল থেকে মুদ্রিত হয়েছে। ১৯৯৫ সালের পর থেকে এই চিহ্নটি ব্যবহার করা হচ্ছে। এর আগে মুম্বাই এর পূর্ব নাম বোম্বাইয়ের ‘B’ এবং পরে ১৯৯৫ সালে কিছুদিন ‘M’ চিহ্নটিও ব্যবহার করা হয়েছিল।

Image

নয়ডা থেকে মুদ্রিত কয়েন গুলো দেখলে আপনি সহজেই চিনতে পারবেন, কারণ এতে বিন্দু বা ডট প্রতীক চিহ্নটি রয়েছে। এই টাঁকশালের প্রতিষ্ঠার (১৯৬৮ সাল) সময় থেকে এই বিন্দু চিহ্নটি ব্যবহার করা হয়ে আসছে।

Image

এবার যদি কোন খুচরো কয়েনে কোন কিছুই খুঁজে না পান, তাহলে এর অর্থ কলকাতার টাঁকশালের তৈরি মুদ্রা। আর সাধারণ তো এই সমস্ত কয়েনগুলি আমাদের কাছে বেশি দেখা যায়। জানিয়ে রাখি ১৭০৩ সালে মুর্শিদাবাদে বাংলায় প্রথম টাঁকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। পলাশী যুদ্ধের পর ইংরেজরা তাদের আধিপত্য বিস্তারের জন্য কলকাতায় টাঁকশাল প্রতিষ্ঠিত করে।