জানেন ওষুধের গায়ে মাঝ বরাবর এরকম দাগ টানা থাকে কেন?

যে কারনে ওষুধের মাঝ বরাবর এরকম লাইন টানা থাকে

আজকাল প্রতিটি বাড়িতেই কেউ না কেউ নিয়মিত ওষুধ সেবন করেন। তবে যেকোনও শারীরিক সমস্যা সরিয়ে তোলার ক্ষেত্রে ওষুধের চেয়ে ভালো বিকল্প নেই। আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওষুধের গায়ে মাঝ বরাবর একটি দাগ থাকে। অনেকে ভাবেন এটি ডিজাইনের জন্য এমনটা করা হয়েছে। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।

কিন্তু কখনো ভেবেছেন ওষুধের গায়ে কেন এই দাগ টানা হয়? অনেকেই আছেন যারা এই দাগটি ডিজাইন বলে মনে করেন। কিন্তু আসলে তা নয়, এর পিছনে একটি বড় কারণ রয়েছে। এই লাইনটিকে ডেবসড লাইন বলা হয়। এবার জেনে নেওয়া যাক আসল সত্যিটা.. 

Image

আসলে ওষুধের গায়ে এই দাগটি করার পিছনের কারণটি হল যাতে ওই ট্যাবলেটকে অর্ধেক করে খেতে সুবিধা হয়। বেশিরভাগ উচ্চ ক্ষমতার ট্যাবলেট গুলিতেই এই দাগ দেখা যায়। অনেক সময় আমাদের কম পাওয়ারের ওষুধ খেতে হয় এবং এই পরিস্থিতিতে অর্ধেক ভেঙে খেতে পারি।  

উদাহরণস্বরূপ, ডাক্তার আপনাকে ১০০০ মিলিগ্রামের ওষুধ দিয়েছে, যা খুবই উচ্চ ক্ষমতার হয়। এবার আপনাকে অর্ধেক নেওয়ার পরামর্শ দিয়েছে। এর মানে হলো ১০০০ মিলিগ্রামের মধ্যে আপনাকে ৫০০ মিলিগ্রাম নিতে হবে। সুতরাং ওই ট্যাবলেটকে অর্ধেক করে খাওয়ার জন্যই একটি দাগ থাকে।

বেশিরভাগ এই ধরনের ট্যাবলেটগুলি ছোট শিশুদের জন্য হয়ে থাকে, যাদেরকে দু ভাগে ভাগ করে খাওয়ানো হয়। আবার কিছু ট্যাবলেট আছে যেগুলির উপরে কোনও দাগ নেই। সেই ট্যাবলেট গুলিকে আপনি দু’ভাগে ভাগ করতে পারবেন না। ভেঙে ফেললে ওষুধের ক্ষমতা অনেকটাই কমে যাবে।