GK : জানেন ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে কেন আসে?

যে কারণে ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এর পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীরা কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলোও জানার চেষ্টা করে। এগুলি মানুষের নলেজ এর পরিধিকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনেও তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ জানেন ভারতের লঙ্কা কারা নিয়ে এসেছিল?
উত্তরঃ সর্বপ্রথম পর্তুগিজরা (Portuguese) ভারতে লঙ্কা নিয়ে এসেছিল।

২) প্রশ্নঃ সর্বপ্রথম বাংলাদেশকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃত দিয়েছিল কোন দেশ?
উত্তরঃ ভুটান (Bhutan) বাংলাদেশকে সর্বপ্রথম আন্তর্জাতিক দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

২) প্রশ্নঃ কোন দেশে সবথেকে বেশি প্লাস্টিক সার্জারি হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায় (South Korea) সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারি হয়।

৪) প্রশ্নঃ কোলগেট (Colgate) কোম্পানির আবিষ্কার হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৮৭৩ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি কোলগেটের আবিষ্কার হয়েছিল।

৫) প্রশ্নঃ বিশ্ব সুন্দরী হওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কী?
উত্তরঃ রিতা ফারিয়া (Rita Faria) প্রথম ভারতীয় মহিলা যিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন (১৯৬৬ সাল)।

৬) প্রশ্নঃ কোন দেশে সর্বপ্রথম সূর্য অস্ত যায়?
উত্তরঃ নিউজিল্যান্ডে (New Zealand) সর্বপ্রথম সূর্য অস্ত যায়।

৭) প্রশ্নঃ বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরে কেন?
উত্তরঃ হঠাৎ করে উঠে দাঁড়ানোর ফলে আমাদের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়, যার কারণে মাথা ঘোরে।

৮) প্রশ্নঃ Notification-কে বাংলায় কী বলে?
উত্তরঃ বিজ্ঞপ্তি বলা হয়।

৯) প্রশ্নঃ একশৃঙ্গ গণ্ডার (The one-horned Rhinoceros) ভারতের কোন রাজ্যের রাজ্য পশু?
উত্তরঃ আসামের রাজ্য পশু একশৃঙ্গ গণ্ডার।

১০) প্রশ্নঃ জানেন ইলিশ (Hilsa) মাছ সমুদ্র থেকে নদীতে কেন আসে?
উত্তরঃ ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে শুধুমাত্র ডিম পাড়বার জন্য।