ইন্টারভিউ প্রশ্ন : বাংলায় এমন কোন শব্দ রয়েছে, যা লিখতে পারি কিন্তু পড়তে পারি না?

লিখতে পারি, কিন্তু পড়তে পারি না এমন কোন শব্দ?

General Knowledge Quiz : যেকোনো চাকরির পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করেন, যা শুনে অনেকেই বিভ্রান্ত হন। তবে কিছু উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বলুন তো সাদা কয়লা কাকে বলা হয়?
উত্তরঃ জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়।

২) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বসবাসকারী বড় প্রাণী কোনটি?
উত্তরঃ নীল তিমি (Blue Whale) হলো পৃথিবীতে সবচেয়ে বসবাসকারী প্রাণী।

৩) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?
উত্তরঃ মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।

৪) প্রশ্নঃ বিশ্বে চা উৎপাদনের দিক দিয়ে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ বিশ্বে চা উৎপাদনের দিক দিয়ে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।

৫) প্রশ্নঃ সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
উত্তরঃ প্রক্সিমা সেন্টরাই (Proxima Centauri) হল সূর্যের নিকটতম নক্ষত্র, যা স্কটিশ বিজ্ঞানী রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্রটির আবিষ্কার করেছিলেন।

Image

৬) প্রশ্নঃ দেখবার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
উত্তরঃ দেখবার ইচ্ছাকে এককথায় বলা হয় দিদৃক্ষা।

৭) প্রশ্নঃ টাইটানিক (Titanic) জাহাজটি ডুকতে কত ঘন্টা সময় লেগেছিল?
উত্তরঃ প্রায় তিন ঘন্টা।

৮) প্রশ্নঃ জানেন বাগদাদ কোন দেশের রাজধানী?
উত্তরঃ ইরাকের (Iraq) রাজধানীর নাম বাগদাদ।

৯) প্রশ্নঃ দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতির নাম কী?
উত্তরঃ ব্রেইল (Braille ) হলো দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতির নাম।

Image

১০) প্রশ্নঃ বাংলায় এমন কোন শব্দ রয়েছে, যা লিখতে পারি কিন্তু পড়তে পারি না?
উত্তরঃ ‘না’। আসলে এখানে প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে। লিখতেও পারি, আবার পড়তে পারি ‘না’ শব্দটি। (ইন্টারভিউতে বিভ্রান্ত করার জন্য এমন অনেক প্রশ্ন করা হয়)।