Newspaper: কখনও ভেবেছেন সংবাদপত্রে নিচে এই চারটি রঙের বিন্দু থাকে কেন

সংবাদপত্রের মাধ্যমে আমরা সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্য পাই, কিন্তু এর মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যা আমরা জানি না। যেমন খবরের কাগজের নীচে চারটি রঙের বিন্দু লক্ষ্য করেছেন কি? আমরা বেশিরভাগই জানিনা যে এই চারটি রঙিন বিন্দুর অর্থ কী বা এত বড় সংবাদপত্রে এই ছোট বিন্দুগুলির কাজ কী।

Image

আগেকার দিনের সংবাদপত্রগুলি সাদাকালো কালিতে ছাপা হতো। সময়ের সাথে সাথে এখন পত্রপত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞাপন ও কিছু রঙিন ছবি ইত্যাদি আসতে শুরু করেছে। এসবের কারনে কাগজের কিছু অংশে আপনি মনোযোগ দিতে পারছেন। কিন্তু কখনও ভেবেছেন সংবাদপত্রে নিচে বা কোণে চারটি রঙের বিন্দু থাকে কেন? 

সংবাদপত্রের প্রতি পৃষ্ঠার নিচের দিকে চারটি রঙের বিন্দু থাকে। এই চারটি বিন্দুকে যথাক্রমে C, M, Y ও K ক্রমান্বয়ে সাজানো হয়েছে। C এর অর্থ হলো ক্রেয়ন, M-এর অর্থ ম্যাজেন্টা, Y-এর অর্থ ইয়েলো এবং K-এর অর্থ ব্ল্যাক। 

এই বিন্দুগুলি দেওয়ার কারণ হলো যে, পত্রিকার মুদ্রণটি সঠিকভাবে হয়েছে কিনা। মুদ্রণের সময় এই চারটি বিন্দু একই সারিতে যদি না আসে অর্থাৎ সেগুলি যদি একে অপরের উপর বিন্যস্ত থাকে তবে এর অর্থ কাগজের উপর মুদ্রণটি সঠিক হয়নি। সংবাদপত্রের প্রতিটা পৃষ্ঠা দেখে সবসময় যাচাই করা সম্ভব হয় না, তাই এই বিন্দুগুলি দেখে বোঝা যায় যে কাগজের মুদ্রণটি সঠিক হয়েছে কিনা।