Injection: ডাক্তারেরা ইনজেকশন দেওয়ার আগে কয়েক ফোঁটা ওষুধ ফেলে দেয় কেন

শরীর থাকলে রোগ হবে এটা স্বাভাবিক ঘটনা। তাই কখনো কখনো আমাদের ইনজেকশন নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ইনজেকশনের কোন বিকল্প নেই। এমনকি জরুরি অবস্থাতেও ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়ে ওঠে। তবে কখনো লক্ষ্য করেছেন ডাক্তারেরা ইনজেকশন দেওয়ার আগে সিরিঞ্জ থেকে কয়েক ফোঁটা ওষুধ বের করে দেয় কেন।

Image

সিরিঞ্জ ডাক্তারদের একটি ব্যবহৃত যন্ত্র যার মাধ্যমে জীবের দেহে তরল ওষুধ প্রয়োগ করে আবার কখনো কখনো সেই শরীরের নমুনা বা তথ্য সংগ্রহ করতে ব্যবহৃত হয়। তবে একটি সিরিঞ্জ ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না। এতে রক্তবাহী জীবাণু থাকতে পারে যা মানব শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।

এবার আসা যাক আসল কথায়। ডাক্তারেরা যদি সিরিঞ্জ থেকে সামান্য ওষুধ বের না করে তাহলে আপনার জীবনও যেতে পারে। কারণ ইনজেকশনে ওষুধ ভরার সময় কিছুটা ‘এয়ার বাবল’ ঢুকে যায়। আর এয়ার বাবলগুলি আপনার শরীরের ব্লাড ব্লকেজও করতে পারে, এর ফলে আপনার মৃত্যু হতে পারে। সেই কারণেই ডাক্তারেরা ইনজেকশন দেওয়ার আগে সামান্য ওষুধ বাইরে ফেলে দেয়।