দেশ একদিনে স্বাধীন হলেও পাকিস্তান কেন ১৪ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে

যে কারণে ভারত ও পাকিস্তান আলাদা আলাদা দিনে স্বাধীনতা দিবস পালন করে

Independence Day 2023 : এই বছর ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। পাকিস্তান ১৪ই আগস্ট এবং ভারত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে। এখন প্রশ্ন হচ্ছে, ১৯৪৭ সালে স্বাধীনতার আগে যখন ভারত ও পাকিস্তান একই দেশ ছিল, তখন উভয়ের স্বাধীনতা দিবসের পার্থক্য হয় কেন?

Image

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান হওয়ার পেছনে ঐতিহাসিকরা অনেক যুক্তি দিয়েছেন। কেউ কেউ মনে করেন যে, ১৪ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন দেশ হিসেবে অনুমোদিত পেয়েছিল, তাই এই দিনে সেখানে স্বাধীনতা দিবস পালিত হয়। তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তানকে একটি স্বাধীন দেশের মর্যাদা দেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবসের তারিখ সম্পর্কে ভৌগোলিক কারণও বলা হয়েছে। এজন্য উভয় দেশের প্রমান সময় বিবেচনা করা হয়। আসলে, পাকিস্তানের প্রমান সময় ভারতের থেকে ৩০ মিনিট পিছিয়ে। এর মানে ভারতের যখন রাত ১২টা তখন পাকিস্তানের ঘড়িতে রাত ১১টা বেজে ৩০ মিনিট।

Image

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৪ আগস্ট এর মধ্যরাতে ব্রিটিশ সরকার  ভারতের স্বাধীনতা আইনের স্বাক্ষর করেছিল, তখন রাত ছিল পুরোপুরি ১২টা। ফলে ভারতীয় সময় ১৫ই আগস্ট তারিখের মধ্যে পড়ে, কিন্তু পাকিস্তানে হয় ১৪ই আগস্ট রাত ১১:৩০ মিনিট। এই কারণে ১৪ই আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে।

Image

ঐতিহাসিকরা বলছেন, স্বাধীনতার প্রথম দু’বছর পাকিস্তানও ভারতের মতো ১৫ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করেছিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মারা যাওয়ার পর পাকিস্তান ১৪ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেয়।