GK কুইজ : পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে ‘যমজ’ বলা হয় জানেন?

জানেন কী পশ্চিমবঙ্গের ‘যমজ’ কাকে বলে?

General Knowledge Quiz : চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য শুধুমাত্র পাঠ্য বিষয়ের উপর নির্ভর করেন তাহলে অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। বিশেষভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা তাদের নলেজকে বুস্ট করতে সাহায্য করবে।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জঙ্গল আছে?
উত্তরঃ মধ্যপ্রদেশে সবথেকে বেশি জঙ্গল রয়েছে।

২) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে ইমোশনাল প্রাণী কোনটি?
উত্তরঃ হাতি।

৩) প্রশ্নঃ মানুষের জীবনের নদী কাকে বলা হয়?
উত্তরঃ রক্তকে।

৪) প্রশ্নঃ শান্ত সাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ শান্ত সাগর চাঁদে অবস্থিত। আসলে চাঁদে কোন বাতাস বা বায়ুমন্ডল না থাকায় কোন শব্দ শােনা যায়না, তাই বিশেষ একটি নীচু ও অপেক্ষাকৃত শীতল স্থানকে শান্ত সাগর বলা হয়।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়?
উত্তরঃ উত্তর প্রদেশকে।

৬) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে বড় খেজুর বাগান কোন দেশে আছে?
উত্তরঃ সৌদি আরবে।

৭) প্রশ্নঃ পুরুষ সিংহ ও নারী বাঘের সংকরায়নে কোন প্রাণী জন্ম হয়?
উত্তরঃ লাইগার।

Image

৮) প্রশ্নঃ MRP এর ফুলফর্ম কী?
উত্তরঃ Maximum Retail Price (সর্বোচ্চ খুচরো মূল্য)

৯) প্রশ্নঃ কোন পোকা উড়লে বৃষ্টি হয়?
উত্তরঃ বাদল পোকা।

১০) প্রশ্নঃ কোন দেশ প্রথম বুলেট ট্রেন আবিষ্কার করে?
উত্তরঃ জাপান দেশ।

১১) প্রশ্নঃ আগুন না জল কোনটা বেশি শক্তিশালী?
উত্তরঃ আগুনকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করা যায় না। আগুন ছাড়া মানুষ বাঁচতে পারবে, কিন্তু জল ছাড়া বাঁচতে পারবে না।

১২) প্রশ্নঃ বুলেট ট্রেনকে বাংলাতে কী বলা হয়?
উত্তরঃ উচ্চগতির রেল।

১৩) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে বড় ঘাসের নাম কী?
উত্তরঃ বাঁশ গাছ।

১৪) প্রশ্নঃ মানুষের পেচ্ছাপ থেকে যে গন্ধ বের হয় সেটা কীসের গন্ধ?
উত্তরঃ অ্যামোনিয়ার গন্ধ।

Image

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে ‘যমজ’ বলা হয় জানেন?
উত্তরঃ হাওড়া ও কলকাতা কে।