অজানা তথ্য : জানেন পতিতালয়কে ‘রেড লাইট এরিয়া’ বলে কেন?

রেড লাইট এরিয়া বলা হয় কেন পতিতালয়কে?

General Knowledge Quiz : আপনি যদি কোন সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলিও জেনে রাখতে হবে। এছাড়া আপনি সাধারণ জ্ঞানের মাধ্যমে নলেজ বাড়াতে পারেন। এগুলি মানুষকে যেমন স্মার্ট করে তোলে তেমনি নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে নিয়ে আসা হলো তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী।

২) প্রশ্নঃ ভারতের মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ ও সর্বনিম্ন কোন রাজ্যে?
উত্তরঃ মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ কেরালা রাজ্যে আর সর্বনিম্ন বিহার রাজ্যে।

৩) প্রশ্নঃ চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বাসুদাদেব চৌহান। আর এই বংশের শেষ রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান (১১৯২ সাল)।

৪) প্রশ্নঃ বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কতগুলি?
উত্তরঃ ১১টি।

৫) প্রশ্নঃ ভারত প্রথম অ্যান্টার্কটিকা অভিযান (Antarctic expedition) শুরু করে কত সালে?
উত্তরঃ ১৯৮১ সালে ভারত প্রথম অ্যান্টার্কটিকায় অভিযান শুরু করে। যেখানে ভারতের তিনটি গবেষণাগার রয়েছে — মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী এবং ভারতী।

Image

৬) প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তরের (১১৭৬ বঙ্গাব্দ) সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উত্তরঃ জন কার্টিয়ার।

৭) প্রশ্নঃ দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কাকে?
উত্তরঃ থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়, যা করমন্ডল উপকূলে অবস্থিত।

৮) প্রশ্নঃ জানেন সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে?
উত্তরঃ ৬টি উপাদান থাকে —শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ এবং লবণ।

৯) প্রশ্নঃ গ্রান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হত?
উত্তরঃ দাদাভাই নওরোজিকে।

Image

১০) প্রশ্নঃ পতিতালয়কে ‘রেড লাইট এরিয়া’ (Red Light Area) বলে কেন? 
উত্তরঃ আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশ ইউরোপের যৌনপল্লীগুলিতে নীল আলো ব্যবহার করা হতো। এই নীল সংকেতের অর্থ হলো সেখানে কেবল উচ্চপদস্থ ব্যক্তিদেরই প্রবেশাধিকার রয়েছে। আর যেখানে লাল আলো জ্বালানো হতো সেখানে সকলে যেতে পারতো। এভাবেই যৌনপল্লীগুলি ‘রেড লাইট এরিয়া’ নামে পরিচিত হয়ে ওঠে।