টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার পেয়ে গেছেন, তা জানিয়ে দিলেন বিরাট কোহলি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে ওপেনার হিসেবে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে রোহিত শর্মার সাথে জুটি কে বাঁধবেন এই নিয়ে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে এর আগে বিরাট কোহলির নিজেই জানিয়েছিলেন, তিনি ওপেন করতে পারেন। তবে এদিন তাঁর কথামতো পরিষ্কার যে তিনি ওপেন করছেন না।  

Virat Kohli to step down as India's T20I captain after World Cup

এদিন আইপিএলে মুম্বাই ও সানরাইজের হায়দ্রাবাদের ম্যাচে মাত্র ৩২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান কিশান। তার এই বিধ্বংসী টি-টোয়েন্টি ইনিংসে ভারতীয় দলকে অনেকটাই স্বস্তি দিয়েছে। এমন পরিস্থিতিতে বিরাট কোহলি স্বয়ং তাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে প্রস্তুত থাকতে বলেছেন।

T20 World Cup: Ishan Kishan Reveals That Virat Has Told Him About His Role, Going To Play At This Position In World Cup - T20 World Cup: ईशान किशान का खुलासा, विराट

মুম্বাইয়ের শেষ মরণ-বাঁচন ম্যাচে ঈশান কিশান বলেন, “পরিকল্পনাটা খুব সহজ ছিল। মাঠে নামো আর নিজের সেরা খেলাটা খেলো। আমরা জানতাম এই ম্যাচে অন্তত ২৫০ রানের ওপর করতে হবে কিন্তু এত সহজ ছিল না। ক্রিকেট খুবই মজার খেলা, যে কোন মুহূর্তে কিছু হতে পারে। আমরা প্রতিপক্ষ বোলিং এর উপর চাপ বসাতে চেয়েছিলাম। তাই প্রথম থেকেই আক্রমণ করতে শুরু করি।”

Latest News and Updates for Ishan Kishan | CricketTimes.com

এর আগের ম্যাচেও তিনি একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে ওপেনিং এর দায়িত্ব দেওয়া হয় তাকে। ঈশান কিশান আরও বলেন, “দলের হয়ে ওপেন করতে নামলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। ম্যাচের শুরু থেকেই খুব ইতিবাচক ছিলাম। বল দেখব আর মারবো। আমি জানি মাঠের কোনও জায়গায় খেলতে পারি। দু-একটা বল ঠিকমতো লাগলে তা ছন্দে পেয়ে যাব, সে বিষয়ে কনফিডেন্স ছিল।”

Ishan Kishan (@ishankishan51) | Twitter

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশান কিশানকে ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে। ম্যাচ শেষে তিনি জানান, “বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ সাথে আমার কথা হয়েছে। ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়াও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওরা বলেছে এটাই আইপিএল যা থেকে আমি শিখে নিতে পারি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে কোন ভুল না করি। আমি ওপেন করতে ভালোবাসি। কোহলিও বলেছেন, ‘তোমাকে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে তাই প্রস্তুত থেকো।’ বড় টুর্নামেন্টে সবকিছুর জন্য একান্ত তৈরি থাকা প্রয়োজন।”