লক করা প্রোফাইল থেকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পেলে, তার প্রোফাইল দেখার সহজ পদ্ধতি

ব্যক্তিগত নিরাপত্তার কারণে অনেকেই রয়েছেন যারা ফেসবুক প্রোফাইলটি লক করে রাখেন। কিন্তু এমন অবস্থায় কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিলে তা অন্যের কাছে বিষয়টি বিরক্তিকর হয়ে ওঠে। কেননা বন্ধুত্বের হাত বাড়ানোর আগে অন্তত তার প্রোফাইলটা একবার ঘুরে আসা দরকার। যদিও এমন কয়েকটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে সহজেই লক করা প্রোফাইলটি দেখে নিতে পারবেন।

How to lock Facebook profile and account

ফেসবুক কর্তৃপক্ষ প্রোফাইলে সুরক্ষার কথা ভেবেই এই নতুন ফিচারটি এনেছিল লক প্রফাইল। এর ফলে কেবল আপনার বন্ধু ছাড়া আর কেউ আপনার প্রোফাইলের খুঁটিনাটি কিছু দেখতে পাবে না।

কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হয় যখন এমন কোন লক প্রোফাইল থেকে আপনি বন্ধুত্বর রিকুয়েস্ট পান অথচ তার রিকোয়েস্ট একসেপ্ট করা নিয়ে আপনি রীতিমতো ধন্দে পড়ে যান। এবার পদ্ধতি দুটি জেনে নেওয়া যাক:

১) লক প্রফাইল দেখার প্রথম পদ্ধতি:

প্রথমে আপনাকে লক করা প্রোফাইল টিতে ডেক্সটপ বা ল্যাপটপ থেকে খুলতে হবে। এরপর তার প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে ইমেজ কপি অ্যাড্রেসে ক্লিক করে কপি করে নিতে হবে। এরপর ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা ইউআরএল (URL) পেস্ট করতে হবে। তাহলে সহজেই ওই লক করা প্রোফাইল পিকচার দেখে নিতে পারবেন।

২) লক প্রফাইল দেখার দ্বিতীয় পদ্ধতি:

লক করা প্রোফাইল দেখার আরো একটি পদ্ধতি রয়েছে। প্রোফাইল থেকে সেই ব্যক্তির ইউজারনেম কপি করে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000&height=2000’ এই লিঙ্কে যেতে হবে। ইউজারনেমের জায়গায় ইউজারনেম কপি পেস্ট করলেই প্রোফাইল পিকচার দেখা যাবে।