কুইজ : প্রথম কোন ব্যক্তি বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন?

বাংলা অক্ষরে নকশা তৈরি করেছিলেন কোন ব্যক্তি জানেন?

General Knowledge Quiz : বাংলা আমাদের মাতৃভাষা। এছাড়া এই ভাষাটিকে পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট ভাষা হিসেবে গণ্য করা হয়। তবে জানেন কি কোন ব্যক্তি বাংলা অক্ষরের নকশা প্রথম তৈরি করেছিলেন? যদি এই প্রশ্নের উত্তর না জানা থাকে, তাহলে এমনই কিছু অজানার প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হলো।

১) প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রীকে তার আমলেই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে (Zulfiqar Ali Bhutto) ফাঁসি দেওয়া হয়েছিল।

২) প্রশ্নঃ কোন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায়?
উত্তরঃ আসলে চীন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায়।

৩) প্রশ্নঃ ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম?
উত্তরঃ ভিয়েতনামের জাতীয় ফুল হলো পদ্ম।

৪) প্রশ্নঃ বিখ্যাত গাড়ি সংস্থা অডি (Audi) কোন দেশের কোম্পানি?
উত্তরঃ বিখ্যাত গাড়ি সংস্থা অডি জার্মানি দেশের কোম্পানি।

৫) প্রশ্নঃ টম অ্যান্ড জেরি (Tom and Jerry) কার্টুনটি প্রথম কোন সালে নির্মিত হয়েছিল?
উত্তরঃ টম অ্যান্ড জেরি কার্টুনটি ১৯৪০ সালে প্রথম নির্মিত হয়েছিল।

Image

৬) প্রশ্নঃ মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ কোনটি?
উত্তরঃ মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো ত্বক।

৭) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু প্রায় ১৬ বছর ভারতীয় প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন।

৮) প্রশ্নঃ একটি রক্তকণিকা আমাদের পুরো শরীর ঘুরে আসতে কতটা সময় নেয়?
উত্তরঃ একটি রক্তকণিকা আমাদের পুরো শরীর ঘুরে আসতে সময় নেয় মাত্র ২২ সেকেন্ড।

৯) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অংশ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে?
উত্তরঃ আসলে আমাদের চোখের কর্নিয়া (Cornea) সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।

Image

১০) প্রশ্নঃ প্রথম কোন ব্যক্তি বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন?
উত্তরঃ বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে (Charles Wilkins)। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন।