World Cup : জানেন অস্ট্রেলিয়া দলের জার্সি হলুদ রঙের হয় কেন?

যে কারণে অস্ট্রেলিয়ার জার্সি হলুদ রঙের হয়ে থাকে?

Australia Team Jersey : ২০২৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালে হারিয়ে তারা ষষ্ঠ বারের বিশ্ববিজেতার খেতাব অর্জন করে। যদিও তারা প্রথম দুটি ম্যাচ হেরে এই অভিযান শুরু করেছিল, কিন্তু আর কোন প্রতিপক্ষ দল তাদের দমাতে সক্ষম হয়নি। ২০০৩ সালেও ভারতকে হারিয়েছিল এই ক্যাঙ্গারু দল।

Image

তবে আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সর্বদাই হলুদ রঙের জার্সি পরে। হলুদের পাশাপাশি সবুজ রঙেরও নকশা থাকে। কিন্তু অস্ট্রেলিয়া দল মানেই আমাদের চোখের সামনে যে জিনিসটা সবার প্রথমে আসে তা হলো হলুদ রঙ। কিন্তু কখনো ভেবেছেন কি অস্ট্রেলিয়ার জার্সি হলুদ হওয়ার কারণ কী?

Image

আসলে বিশ্বের প্রতিটি দলের জার্সি ভিন্ন ডিজাইন ও রঙের হয় এবং সেগুলি বিশেষ কারণে বিখ্যাত। অস্ট্রেলিয়ার হলুদ রঙের জার্সি হওয়ার পিছনেও রয়েছে একটি বিশেষ কারণ। শুধুমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেট জার্সিই হলুদ নয়, ফুটবল থেকে শুরু করে টেনিস বা আরও যে সকল খেলায় তারা অংশ নেয়, প্রত্যেক অস্ট্রেলিয়ার খেলোয়াড় হলুদ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করে।

Image

অস্ট্রেলিয়ার জার্সির হলুদ হওয়ার পেছনের কারণটি হল তাদের জাতীয় ফুলের সাথে সম্পর্কিত। এদেশের জাতীয় ফুল গোল্ডেন ওয়াটল (Golden Wattle), যার পাতা সবুজ ও ফুল হলুদ। এর ভিত্তিতেই অস্ট্রেলিয়ার জার্সির রঙ নির্ধারিত করা হয়েছে। এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর এবং এগুলো কেবল অস্ট্রেলিয়া দেশেই দেখতে পাওয়া যায়।

Image

উল্লেখ্য, অস্টেলিয়া ক্রিকেট দল প্রথমবার ১৯৮৭ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ১৯৯৯ সাল থেকে টানা তিনবার ২০০৩, ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়। অবশেষে ২০১৫ সাল এবং ২০২৩ সালের বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নেয়। তবে দুঃখের বিষয় হলো, ভারতকে তারা দুবার বিশ্বকাপের ফাইনাল মঞ্চে পরাজিত করে।