কুইজ : বলুন তো পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন জানেন?

General Knowledge Quiz : দেশের প্রতিটি রাজ্যেই মুখ্যমন্ত্রী রয়েছে। এর মধ্যে কেউ কেউ দুর্নীতিপরায়ন আবার কেউ সাধারণ মানুষের চোখে স্বয়ং ঈশ্বর হয়ে উঠেছেন। তবে আপনি কি জানেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর যদি না জানেন, তাহলে এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ কোন রঙের আলোতে গাছেরা সবচেয়ে বেশি খাবার তৈরি করে?
উত্তরঃ নীল, লাল এবং কমলা রঙের আলোতে গাছেরা সবচেয়ে বেশি খাবার তৈরি করে।

২) প্রশ্নঃ ভারতের হলিউড (Hollywood of India) কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে ভারতের হলিউড বলা হয়।

৩) প্রশ্নঃ সবজি আলুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়েছিল?
উত্তরঃ আলুর ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছিল পেরু (Peru) দেশে।

৪) প্রশ্নঃ মঙ্গল গ্রহে (Mars) কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে?
উত্তরঃ মঙ্গল গ্রহে ৯৫.৯৭% কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে।

৫) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গে রাজ্য ফুলের নাম কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল শিউলি ফুল (Shiuli)।

Image

৬) প্রশ্নঃ উপকারীর উপকার যে স্বীকার করে না, তাকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ অকৃতজ্ঞ।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ সংস্কৃতকে (Sanskrit) বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ভাষা হিসেবে গণ্য করা হয়।

৮) প্রশ্নঃ পানিপথের (Panipat) যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
উত্তরঃ যমুনা নদীর তীরে ঐতিহাসিক পানিপথের যুদ্ধ হয়েছিল।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের রাবণের মন্দির (Ravana) রয়েছে?
উত্তরঃ রাজস্থানে রাবণের মন্দির রয়েছে।

১০) প্রশ্নঃ বলুন তো পশ্চিমবঙ্গের সেরা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ডঃ বিধান চন্দ্র রায় (Dr. Bidhan Chandra Roy) ছিলেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তার ১৪ বছর মন্ত্রিত্বকালে পশ্চিমবঙ্গকে সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করেছিলেন। এছাড়া তিনি গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। ১৮৮২ সালে জন্মগ্রহণকারী বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিবসও (১৯৬২ সাল) একই দিনে হয়েছিল অর্থাৎ ১লা জুলাই, যেদিন ‘জাতীয় ডাক্তার দিবস’ হিসেবে পালিত হয়।