কুইজ : জানেন ভারতের শেষ গ্রাম কোনটি, যেখানে পাণ্ডবদের জন্ম হয়েছিল?

কোনটি ভারতের শেষ গ্রাম জানেন?

General Knowledge Quiz : যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত। কারণ এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ের মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করা হয়। এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন দিনের কোন সময়ে হার্ট অ্যাটাক সবচেয়ে বেশি হয়?
উত্তরঃ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয়, কারণ সকালে শরীরের মেটাবলিজম সবচেয়ে সক্রিয় থাকে।

২) প্রশ্নঃ বর্তমানে ভারত বিশ্বের কততম ধনী দেশ?
উত্তরঃ বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম ধনীতম দেশ।

৩) প্রশ্নঃ ভারতের কোন ব্যক্তিকে শান্তির মানুষ বলা হয়?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রীকে (Lal Bahadur Shastri) শান্তির মানুষ বলা হয়।

৪) প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয়?
উত্তরঃ উগান্ডা (Uganda) দেশকে আফ্রিকা মহাদেশের মুক্তা বলা হয়।

৫) প্রশ্নঃ পুরাতন গঙ্গ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ গোদাবরী (Godavari) নদীকে পুরাতন গঙ্গা বলা হয়।

৬) প্রশ্নঃ সোনা থেকে খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
উত্তরঃ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়।

৭) প্রশ্নঃ জানেন টেবিল কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ টেবিল কে বাংলায় চৌপায়া বলে।

৮) প্রশ্নঃ চিনির আবিষ্কার হয়েছিল কোন দেশে?
উত্তরঃ সর্বপ্রথম ভারতে চিনির আবিষ্কার হয়।

৯) প্রশ্নঃ ভারতের মুদ্রা হল রুপি, আর পাকিস্তানের মুদ্রাকে কী বলে জানেন?
উত্তরঃ পাকিস্তানের মুদ্রাকেও রুপি (Rupee) বলে।

Image

১০) প্রশ্নঃ কুইজ : জানেন ভারতের শেষ গ্রাম কোনটি, যেখানে পাণ্ডবদের জন্ম হয়েছিল?
উত্তরঃ ইন্দো-তিব্বত সীমান্তে অবস্থিত মানা (Mana) গ্রামটি ভারতের শেষ গ্রাম নামে পরিচিত। এটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত একটি ছোট গ্রাম।