অক্ষয় নন, বলিউডের সবচেয়ে ফ্লপ অভিনেতা কে জানেন? যার ক্যারিয়ারে সর্বোচ্চ ১৮০টি ফ্লপ ছবি রয়েছে

আপনি কি জানেন বলিউডের সবচেয়ে ফ্লপ অভিনেতা কে?

Flop Actors: বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) গত কয়েক বছরে একটিও হিট ছবি দেননি। একটানা ফ্লপ ছবিতে অভিনয় করায় অভিনেতা অক্ষয় কুমার এখন ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। কিন্তু আপনি কি জানেন যে অক্ষয় কুমার নয়, বরং বলিউডের আরেক বিখ্যাত অভিনেতা এখনো পর্যন্ত সর্বাধিক সংখ্যক ফ্লপ ছবি দিয়েছেন!

বলিউডের ওই ফ্লপ অভিনেতার কেরিয়ারে সর্বোচ্চ ১৮০টি ফ্লপ ছবি রয়েছে, যার মধ্যে ৪৭টি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমার সর্বাধিক সংখ্যক ফ্লপ দেননি। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গেছে, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) প্রায় ১৮০টি ফ্লপ ছবিতে কাজ করেছেন।

রিপোর্ট অনুযায়ী, মিঠুন চক্রবর্তী ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে ব্যাক টু ব্যাক ৩৩টি ফ্লপ চলচ্চিত্রের একটি রেকর্ড তৈরি করেছিলেন। এদিকে মিঠুন তার ক্যারিয়ারে ৫০টিও বেশি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে কিছু আইকনিক চলচ্চিত্র রয়েছে, যেমন —ডিস্কো ড্যান্সার, দ্যা কাশ্মীর ফাইলস, প্যায়ার ঝুকতা নেহি, অভিচার।

কয়েক দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে মিঠুন চক্রবর্তী ৩০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তবে অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ ফ্লপ ছবি থাকলেও তার এতোটুকু জনপ্রিয়তা কমেনি। তার অ্যাকশন দৃশ্য এবং ডায়লগগুলি মানুষ আজও মনে রেখেছে। একজন বাঙালি অভিনেতা হয়ে বলিউডে কয়েক দশক রাজত্ব করেছেন।

১৯৭৬ সালে ‘মৃগয়া’ (Mrigaya) ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন এই বাঙালি অভিনেতা। এরপর ‘ডিসকো ড্যান্সার’ ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তথ্যের অনুসন্ধানের জন্য জানিয়ে রাখি, এটিই প্রথম বলিউড ছবি যা বক্স অফিসে ১০০ কোটি টাকা আয় করেছিল। একজন বাঙালি অভিনেতার হাত ধরেই বলিউড চরম সাফল্য পেয়েছিল তা অনস্বীকার্য।