GK Fact : ভারতের কোন রাজ্যে রয়েছে ‘আফ্রিকার গ্রাম’?

ভারতেই রয়েছে ‘মিনি আফ্রিকা’, জানেন কোথায়?

General Knowledge Quiz : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা বলার আর অপেক্ষা রাখে না। এসএসসি, ব্যাঙ্কিং ও রেলওয়ের মত পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন তাহলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিত জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন ভারতীয় খেলোয়াড়ের ডাকনাম ছিল ‘পাহাড়ি বিছে’?
উত্তরঃ বাইচুং ভুটিয়া

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গে পাঁচটি প্রশাসনিক বিভাগ রয়েছে। যথা – জলপাইগুড়ি বিভাগ, মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ।

৩) প্রশ্নঃ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তরঃ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভারতের মুকুটহীন রাজা বলা হয়।

৪) প্রশ্নঃ সতীদাহ প্রথা কার আমলে নিষিদ্ধ হয়েছিল?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিং।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে কয়লার ভান্ডার বলা হয়?
উত্তরঃ ঝাড়খন্ড রাজ্যকে ভারতের কয়লার ভান্ডার বলা হয়।

Image

৬) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শীতলতম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া বিশ্বের সবচেয়ে শীতলতম দেশ।

৭) প্রশ্নঃ কোন প্রাণী জন্মের সাথে সাথে তার মাকে খেয়ে ফেলে?
উত্তরঃ কাঁকড়া বিছা।

৮) প্রশ্নঃ ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক, চেন্নাই, তামিলনাড়ু।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের লোকেরা সর্বাধিক মদ্যপান করে?
উত্তরঃ ছত্রিশগড়।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে রয়েছে ‘আফ্রিকার গ্রাম’?
উত্তরঃ গুজরাটের গির অরণ্যের মধ্যে অবস্থিত গ্রামটির জাম্বুর, যেখানে সকলেই জিনগতভাবে আফ্রিকার মানুষ। কিন্তু নাগরিক হিসেবে তারা ভারতীয়ই। কথিত আছে, সপ্তম শতাব্দীতে আফ্রিকার এই জনগোষ্ঠী ভারতে অনুপ্রবেশ করেছিল। সেই থেকেই তাদের বাস ভারতে।