GK : ভারতের কোনটি একমাত্র রাজ্য যার সাথে শুধু পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে?

পশ্চিমবঙ্গের সাথে একমাত্র কোন রাজ্যটি তার সীমানা ভাগ করেছে?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা নির্দিষ্ট কোন সীমা নেই। তাই সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এর মাধ্যমে ওই প্রার্থীর নলেজ কতটা ভালো তা পরীক্ষা করার একটি ভালো উপায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার অনেক সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ বাংলা থেকে বিহার ও উড়িষ্যা কত সালে আলাদা হয়ে যায়?
উত্তরঃ ১৯১২ সালে বিহার ও উড়িষ্যা উভয়ই দুটি আলাদা রাজ্য হিসাবে বাংলা থেকে বিচ্ছিন্ন হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে?
উত্তরঃ ভেড়ার দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে।

৩) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতে যেতে পারবে না?
উত্তরঃ শুধু ভারত নয়, উত্তর কোরিয়ার (North Korea) মানুষ বিশ্বের কোনো দেশেই যেতে পারে না।

৪) প্রশ্নঃ কার গাড়িতে লাল রঙের প্লেট লাগানো থাকে?
উত্তরঃ লাল রঙের নম্বর প্লেট দেশের যে কোনও উচ্চ পদস্থ ব্যক্তি অর্থাৎ গভর্নর বা রাষ্ট্রপতির গাড়িতে লাগানো হয়।

৫) প্রশ্নঃ জানেন কোন ফুল ১২ বছরে একবার ফোটে?
উত্তরঃ নীলকুরিঞ্জি (Neelakurinji) নামক একটি ফুল যা ১২ বছরে একবার ফোটে। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাটে এদের দেখা মেলে।

৬) প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতে সাধারণ নির্বাচন কবে শুরু হয়?
উত্তরঃ প্রথম সাধারণ নির্বাচন ১৯৫১-৫২ সালে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৭) প্রশ্নঃ কোন জীব জলে বাস করে কিন্তু জল খায় না?
উত্তরঃ আসলে ব্যাঙ জলে থাকার পরও জল খায় না।

৮) প্রশ্নঃ রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি?
উত্তরঃ রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতীয় বহুজাতিক মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে চিনির বাটি (Sugar Bowl of India) বলা হয়?
উত্তরঃ উত্তরপ্রদেশ ‘ভারতের চিনির বাটি’ নামে পরিচিত। উত্তরপ্রদেশ আখের সর্বোচ্চ উৎপাদনকারী রাজ্য।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোনটি একমাত্র রাজ্য যার সাথে শুধু পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে?
উত্তরঃ সিকিম (Sikkim) ভারতের একমাত্র রাজ্য যে পশ্চিমবঙ্গের সঙ্গে অর্থাৎ কোনও একটি রাজ্যের সঙ্গে তার সীমানা রয়েছে।