কুইজ : ‘ওরা ভারত ভাগ করেছে, আমি পাকিস্তানকে টুকরো করলাম’ — উক্তিটি কার?

কোন ব্যক্তির উক্তি, ‘ওরা ভারত ভাগ করেছে, আমি পাকিস্তানকে টুকরো করলাম’?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনিষী ছিলেন?
উত্তরঃ গুপ্ত যুগের মনিষী ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির।

২) প্রশ্নঃ কোন বিষয়ে অবদান রাখার জন্য ‘শান্তি স্বরূপ ভাটনগর’ পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য।

৩) প্রশ্নঃ লোকসভার স্পিকার কার পদত্যাগ পত্র কার কাছে জমা দেন?
উত্তরঃ লোকসভার ডেপুটি স্পিকার এর কাছে।

৪) প্রশ্নঃ সপ্তর্ষি তারামণ্ডল প্রাশ্চাত্যে কি নামে পরিচিত?
উত্তরঃ গ্রেট বিয়ার।

৫) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ সালে বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বিধবা বিবাহ আইন পাস হয়েছিল।

৬) প্রশ্নঃ জানেন বায়ুতে শব্দের গতিবেগ কত?
উত্তরঃ প্রতি সেকেন্ডে ৩৬১ মিটার।

৭) প্রশ্নঃ মেরুপ্রভা কোন অঞ্চলের দেখতে পাওয়া যায়?
উত্তরঃ কুমেরু অঞ্চলে মেরু প্রভা দেখতে পাওয়া যায়।

৮) প্রশ্নঃ কোন মৌলের অভাবে পেশী দুর্বলতা ও হাড়ে ব্যথা দেখা দেয়?
উত্তরঃ ফসফরাসের অভাবে পেশী দুর্বলতা ও হাড় ব্যথার সমস্যা গুলি দেখা যায়।

৯) প্রশ্নঃ সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে?
উত্তরঃ সূর্য প্রচুর পরিমাণে হাইড্রোজেন রয়েছে।

১০) প্রশ্নঃ ‘ওরা ভারত ভাগ করেছে, আমি পাকিস্তানকে টুকরো করলাম’ — উক্তিটি কার?
উত্তরঃ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।