GK : ভারতে সম্মান পায়না, কিন্তু কাক কোন দেশের জাতীয় পাখি জানেন?

জানেন কোন দেশের জাতীয় পাখি কাক?

General Knowledge Quiz : শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। কারণ রেলওয়ে ব্যাংকিং ও এসএসসির মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্ন গুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা অনেকেরই অজানা।

১) প্রশ্নঃ ভারত প্রধানত কোন দেশে লৌহ আকরিক রপ্তানি করে?
উত্তরঃ প্রধানত জাপানে লৌহ আকরিক রপ্তানি করে ভারত।

২) প্রশ্নঃ বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ প্রতিবছর ২৮শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়।

৩) প্রশ্নঃ গ্রেট ব্যারিয়ার রিফ কোন উপকূলে অবস্থিত?
উত্তরঃ পূর্ব অস্ট্রেলিয়া উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত।

৪) প্রশ্নঃ ভূমধ্যসাগরের লাইট হাউস কোন আগ্নেয়গিরিকে বলা হয়?
উত্তরঃ স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়।

৫) প্রশ্নঃ SUPARCO কোন দেশের সরকারি মহাকাশ সংস্থা?
উত্তরঃ পাকিস্তান দেশের সরকারি মহাকাশ সংস্থার নাম SUPARCO (Space and Upper Atmosphere Research Commission)।

Image

৬) প্রশ্নঃ ‘রোজ মেটাল’ তৈরি করতে কোন কোন উপাদান লাগে?
উত্তরঃ বিসমাথ, সীসা ও টিনের মিশ্রণে তৈরি হয় রোজ মেটাল।

৭) প্রশ্নঃ বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
উত্তরঃ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯%।

৮) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদীটির নাম কী?
উত্তরঃ নীলনদ।

৯) প্রশ্নঃ ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম পুলিশ রোবট নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ কেরালা রাজ্যে।

Image

১০) প্রশ্নঃ কাক কোন দেশের জাতীয় পাখি জানেন?
উত্তরঃ ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটান দেশের জাতীয় পাখি হলো কাক।