GK কুইজ : কোন মুসলিম দেশের টাকায় ভগবান গণেশের ছবি রয়েছে?

ভগবান গণেশের ছবি রয়েছে কোন মুসলিম দেশের মুদ্রায়?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এসএসসি ব্যাংকিং ও রেলওয়ে থেকে শুরু করে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনি যদি এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলি জানা উচিত। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি কার রচনা?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায় ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটির রচয়িতা।

২) প্রশ্নঃ বিশ্বভারতী (Visva Bharati) কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

৩) প্রশ্নঃ ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ স্যার আশুতোষ মুখোপাধ্যায় (Sir Ashutosh Mukherjee)।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মহিলারা সবচাইতে বেশি শিক্ষিত?
উত্তরঃ সবচেয়ে শিক্ষিত কেরালা রাজ্যের মহিলারা।

৫) প্রশ্নঃ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ ফ্যাদোমিটারের (Fadometer) সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়।

৬) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বৃহত্তম তেজস্ক্রিয় দুর্ঘটনা কোনটি?
উত্তরঃ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ পারমাণবিক দুর্ঘটনা হল চেরনোবিল বিপর্যয় (Chernobyl Disaster), যা ১৯৮৬ সালে ইউক্রেনে ঘটেছিল।

৭) প্রশ্নঃ ফুলের কোন অংশ ফল আর কোন অংশ বীজে পরিণত হয়?
উত্তরঃ ফুলের ডিম্বাশয় থেকে ফল এবং ডিম্বক বীজে পরিণত হয়।

৮) প্রশ্নঃ মানুষের শরীরে কতখানি রক্ত থাকা উচিত?
উত্তরঃ দেহের ওজনের চারভাগের একভাগ।

৯) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম ও পবিত্রের প্রতীক কোন নদী?
উত্তরঃ গঙ্গা ভারতের দীর্ঘতম নদী এবং এটি সবচেয়ে পবিত্র নদী হিসেবেও পরিচিত।

Image

১০) প্রশ্নঃ কোন মুসলিম দেশের টাকায় ভগবান গণেশের (Lord Ganesha) ছবি রয়েছে?
উত্তরঃ ইন্দোনেশিয়ার (Indonesia) ২০ হাজার টাকার নোটে ভগবান গণেশের ছবি রয়েছে। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় সর্বাধিক সংখ্যক মুসলিম ধর্মের মানুষ রয়েছেন।