GK : বলুন তো ভারতের কোন রাজ্যের নাম ইংরেজিতে আলাদা রয়েছে?

ইংরেজিতে আলাদা নাম রয়েছে ভারতের কোন রাজ্যের?

General Knowledge Quiz : আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এছাড়া এগুলি মানুষের নলেজকে বৃদ্ধি করার পাশাপাশি স্মার্ট করে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন রক্তের গ্রুপকে ‘গোল্ডেন ব্লাড’ (Golden Blood) বলা হয়?
উত্তরঃ আমেরিকান রেড ক্রসের মতে, ও নেগেটিভ (O-) রক্তের গ্রুপ প্রতি ৬০ হাজার জনের মধ্যে ১ জনের শরীরে রয়েছে। বিজ্ঞানীদের মতে, এটিই হল বিশ্বের ‘বিরলতম’ গ্রুপের রক্ত। তাই রক্তের এই গ্রুপকে বলা হয় ‘গোল্ডেন ব্লাড’।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে একটাও মন্দির নেই?
উত্তরঃ সৌদি আরব (Saudi Arabia)।

৩) প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তরঃ উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।

৪) প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময়ে মুঘল সেনাবাহিনীতে সবচেয়ে বেশি হিন্দু সেনাপতি ছিলেন?
উত্তরঃ আওরঙ্গজেব (Aurangzeb)।

৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসীমা দেশ কোনটি?
উত্তরঃ কানাডা (Canada)।

Image

৬) প্রশ্নঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands) কতগুলো দ্বীপ নিয়ে গঠিত?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র ৩৮টি জনবসতিপূর্ণ।

৭) প্রশ্নঃ ভারতের লৌহমানব কাকে বলা হয়?
উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel)।

৮) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের পাশাপাশি আর কোন দেশের জাতীয় সংগীত লিখেছেন?
উত্তরঃ বাংলাদেশে (আমার সোনার বাংলা)।

৯) প্রশ্নঃ ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান (Prithviraj Chauhan)।

Image

১০) প্রশ্নঃ বলুন তো ভারতের কোন রাজ্যের নাম ইংরেজিতে আলাদা রয়েছে?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal) বলা হয়।