চোখের ধাঁধা: ছবিতে কোন লাইনটি সবচেয়ে বড়; কেবল বুদ্ধিমানেরাই সঠিক উত্তর দেবেন

Optical illusion: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করা হয়, তারমধ্যে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি সবচেয়ে মজাদার এবং আকর্ষণীয় হয়ে থাকে। এর মাধ্যমে আইকিউ লেভেল বোঝার একটি ভালো উপায়। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে আপনাকে বলতে হবে কোন লাইনটি সবচেয়ে বড়।

উপরে শেয়ার করা ছবিতে দেখতে পাচ্ছেন তিনটি লাইন রয়েছে, আর প্রতিটি লাইনের মাথায় তির্যক চিহ্ন রয়েছে। তবে অনেকেই রয়েছেন যারা এ জাতীয় ধাঁধার চ্যালেঞ্জ গ্রহণ করে বুদ্ধিমত্তার পরিচয় দেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন। আপনিও যদি নিজেকে বুদ্ধিমান বলে মনে করেন, তাহলে এই চ্যালেঞ্জটি আপনার জন্য। 

Image

এই ধরনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও সূক্ষ্ম। বেশিরভাগ মানুষই বলেছেন মাঝের লাইনটি সবচেয়ে বড়, কিন্তু তা সঠিক নয়। দাবি করা হয়েছে, কেবল বুদ্ধিমানেরাই ছবিটির রহস্য বুঝতে পারবেন। যদিও অনেকেই চেষ্টা করেছেন কিন্তু সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।

তবে আপনি যদি এখনো ছবিটি রহস্য বুঝতে না পারেন তাহলে আমরা হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি। উত্তর জানার আগে প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। সঠিক উত্তরটি হল — লাইন তিনটিই সমান। আসলে এই তিনটি লাইনের মাথায় যে তির্যক চিহ্নগুলি রয়েছে, তাই বিভ্রান্ত সৃষ্টি করেছে।

Image

অপটিক্যাল ইলিউশন মানেই হল আমাদের চোখের সাথে প্রতারণা। আসলে এই জাতীয় ছবিগুলি আমাদের মনের মধ্যে বিভ্রান্ত তৈরি করে বলে সহজেই আমরা গুলিয়ে ফেলি। তবে ইতিমধ্যেই যারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন মানতেই হবে তারা সত্যিই জিনিয়াস।