গুগলে ভুল করেও সার্চ করবেন না এই ৫টি শব্দ! পুলিশ আপনাকে মারধর দিয়ে জেলে নিয়ে যাবে

Google tips and tricks: গুগল সার্চ মানেই সব সমস্যার মুশকিল আসান। তাই আমাদের সকলের জীবনের সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে এই সার্চ ইঞ্জিন। গুগল অলৌকিকতার চেয়েও কম নয়। তবে এমন কিছু জিনিস আছে, যা বেআইনি। ভুলেও সেগুলি গুগলে সার্চ করা উচিত নয়, যে কারণে আপনার জেল পর্যন্ত হতে পারে। এবার দেখে নেওয়া যাক:

১) কীভাবে বোমা বানাতে হয় (How to make a bomb): অনেক সময় মানুষ এমন কিছু জিনিসের অনুসন্ধান করে যার কোন অর্থ থাকে না, অথচ নিজেরাই সমস্যায় পড়ে। তবে গুগলে ভুলেও সার্চ করবেন না বোমা বানানোর উপায় বা কিভাবে তৈরি করতে হয়। সাইবার সেল সর্বদাই এইসব কর্মকাণ্ডের উপর নজরদারি রাখে। নিরাপত্তা সংস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে, আপনাকে জেলে যেতে হতে পারে।

Image

২) হ্যাকিং সম্পর্কে তথ্য (Information about Hacking): আপনি যদি হ্যাকিং সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বারবার গুগল সার্চ করেন, তাহলে এই ধরনের সার্চ করায় পুলিশি নজরদারিতে চলে আসে এবং আইটি সেল এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে, পুলিশ আপনাকে মারধর দিয়ে জেলে নিয়ে যাবে।

৩) কিভাবে গর্ভপাত করতে হবে (how to abortion): গর্ভপাত করা অনুচিত ও অপরাধ। উপরন্তু আপনি যদি গর্ভপাতের পদ্ধতি বিষয়ে অপরাধ অনুসন্ধান করেন তাও অপরাধ বিভাগের মধ্যে পড়ে। এটা ভুলেও করবেন না। ভারতীয় আইন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভপাত করা যাবে না।

Image

৪) শিশু পর্ন (child porn): ভারত সরকার শিশু পর্নোগ্রাফির ব্যাপারে খুবই কঠোর ব্যবস্থা নিয়েছে। সেই কারণে গুগলে চাইল্ড পর্ন সার্চ করা, দেখা বা শেয়ার করা মারাত্মক অপরাধ। এই নিয়ম লঙ্ঘন করলে আপনাকে জেলের ঘানি টানতে হতে পারে। এছাড়াও কারও ব্যক্তিগত ভিডিও বা ছবি গুগলে লিক করাও গুরুতর অপরাধ।

৫) কোনও সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের পদ্ধতি (How to Join a Terrorist Organisation): কোন সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের পদ্ধতি ভুলেও গুগল সার্চ করবেন না। এর ফলেও সরকারি নিরাপত্তা সংস্থার নজরে আসতে পারেন।