GK প্রশ্ন : কোন ভাষাটি উল্টো করে লিখলে বা পড়লে একই শব্দ হবে?

উল্টো করে লিখলে বা পড়লে শব্দ হবে হবে ভারতের কোন ভাষাটি?

General Knowledge Quiz : ভারতের বাংলা সহ মোট ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য ভাষা রয়েছে। তবে আপনি কি জানেন ভারতের কোন ভাষাটিকে উল্টো করে লিখলে বা করলে একই শব্দ হবে? এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হলো।

১) প্রশ্নঃ জানেন ভারতে মোট কতগুলি হাইকোর্ট আছে?
উত্তরঃ বর্তমানে ভারতের মোট ২৫টি হাইকোর্ট আছে।

২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?
উত্তরঃ টোকিও।

Image

৩) প্রশ্নঃ রামায়ণের সরয়ু নদীকে আজ কী বলা হয়?
উত্তরঃ রামায়ণ যুগের সরয়ু নদীকে বর্তমানে ঘাঘরা নদী বলা হয়।

৪) প্রশ্নঃ রামায়ণ অনুসারে, যে সমুদ্রের জল রক্তবর্ণ ছিল তার নাম কী?
উত্তরঃ লোহিত সাগর।

৫) প্রশ্নঃ শত্রুর ছোড়া অস্ত্রকে নিষ্ক্রিয় করার পদ্ধতির নাম কী?
উত্তরঃ রাভাস।

৬) প্রশ্নঃ গান্ধীজির আগে ভারতীয় মুদ্রার নোটে কিসের ছবি ছিল?
উত্তরঃ গান্ধীজির আগে ভারতীয় মুদ্রার নোটে অশোক স্তম্ভের ছবি ছিল।

Image

৭) প্রশ্নঃ রামায়ণ অনুসারে কোন দেশ সুন্দর ঘোড়ার জন্য বিখ্যাত ছিল?
উত্তরঃ বাহলিক দেশ সুন্দর ঘোড়ার জন্য বিখ্যাত ছিল।

৮) প্রশ্নঃ ভারতে কয়টি রেলওয়ে স্টেশন আছে?
উত্তরঃ রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রায় ৮৫০০টি রেলওয়ে স্টেশন রয়েছে।

৯) প্রশ্নঃ আপনি কি ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম জানেন?
উত্তরঃ ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই।

Image

১০) প্রশ্নঃ কোন ভাষাটি উল্টো করে লিখলে বা পড়লে একই শব্দ হবে?
উত্তরঃ মালায়ালাম ভাষাকে ইংরেজিতে MALAYALAM উল্টো করে লিখলে বা পড়লে একই শব্দ হবে।