GK প্রশ্ন : সমুদ্র মন্থনের জন্য যে পর্বতকে ব্যবহার করা হয়েছিল তার নাম কী?

কোন পর্বতকে সমুদ্র মন্থনের জন্য ব্যবহার করা হতো?

General Knowledge Quiz : হিন্দু পৌরাণিক শাস্ত্রে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো আজও আমাদের অবাক করে তলে। তেমনি একটি হল সমুদ্র মন্থন। কথিত আছে, অমরত্ব লাভের জন্য দেবতা ও রাক্ষসগণেরা একটি পর্বতকে নাগরাজ বাসুকি দ্বারা মন্থন কাজ শুরু করেন। তবে জানেন কি, সমুদ্র মন্থনের জন্য কোন পর্বতকে ব্যবহার করা হয়েছিল? এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হলো।

১) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন দেশে জলের চেয়েও পেট্রোল সস্তা?
উত্তরঃ আসলে, ভেনেজুয়েলা হল সেই দেশ যেখানে জলের চেয়েও পেট্রোল সস্তায় পাওয়া যায়।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরের কোনো ব্যক্তির জন্য আধার কার্ড তৈরি করা হয় না।

৩) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সস্তা সোনা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ হংকং বিশ্বের একমাত্র জায়গা যেখানে সবচেয়ে সস্তা সোনা পাওয়া যায়।

৪) প্রশ্নঃ কোন দেশে জেল থেকে পালানো অপরাধ হিসেবে বিবেচিত হয় না?
উত্তরঃ জার্মানি বিশ্বের একমাত্র দেশ, যেখানে জেল থেকে পালিয়ে আসা অপরাধীকে শাস্তি দেওয়া হয় না, কারণ জেল থেকে পালানো অপরাধ হিসেবে বিবেচিত হয় না।

৫) প্রশ্নঃ সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি?
উত্তরঃ পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিষাক্ত মাছ হল স্টোন ফিশ।

৬) প্রশ্নঃ কোন পাখি দুধ থেকে জল আলাদা করতে পারে?
উত্তরঃ আসলে, রাজহাঁস হল সেই পাখি, যার দুধে মিশ্রিত জল আলাদা করার ক্ষমতা রয়েছে।

৭) প্রশ্নঃ ভগবান রামের পরম ভক্ত হনুমানের পুত্রের নাম কী?
উত্তরঃ ভগবান রামের পরম ভক্ত হনুমানজির পুত্রের নাম মকরধ্বজ।

৮) প্রশ্নঃ সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত হাতিটির নাম কী ছিল, যার রঙ ছিল সাদা?
উত্তরঃ সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত সাদা হাতির নাম ছিল ঐরাবত।

৯) প্রশ্নঃ কোন ব্রহ্মঋষি রাম ও লক্ষ্মণকে আশ্রম রক্ষার জন্য বনে নিয়ে গিয়েছিলেন?
উত্তরঃ ব্রহ্মঋষি বিশ্বামিত্র।

১০) প্রশ্নঃ সমুদ্র মন্থনের জন্য যে পর্বতকে ব্যবহার করা হয়েছিল তার নাম কী?
উত্তরঃ সমুদ্র মন্থনের সময় মন্দারচল পর্বতকে মন্থন হিসাবে ব্যবহার করা হয়েছিল।