কুইজ : বলুন তো কোন ভাষাটি খাবারের জন্য ব্যবহৃত হয়?

খাবারের জন্য ব্যবহৃত হয় এমন কোন ভাষা?

General Knowledge Quiz : লিখিত হোক বা ইন্টারভিউ যে কোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। আসলে এর মাধ্যমে কার নলেজ কতটা ভালো তা যাচাই করার একটি দুর্দান্ত উপায়। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়মিত সাধারণ জ্ঞানের বিভিন্ন কুইজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু নিয়ে আসা হয়েছে অজানা প্রশ্নের উত্তর।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে সোনা উৎপাদন করে?
উত্তরঃ কর্ণাটক (Karnataka) রাজ্য সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে।

২) প্রশ্নঃ জানেন মানুষের মাথার খুলিতে মোট কতগুলি হাড় রয়েছে?
উত্তরঃ মানুষের মাথার খুলিতে মোট ২২টি হাড় রয়েছে।

৩) প্রশ্নঃ পৃথিবীর কোন মহাদেশে একটিও মরুভূমি নেই?
উত্তরঃ আসলে ইউরোপ মহাদেশে (Europe Continent) একটিও মরুভূমি নেই।

৪) প্রশ্নঃ কোন দেশের মানুষের হৃদপিণ্ড সবচেয়ে সুস্থ?
উত্তরঃ বলিভিয়া (Bolivia) দেশের আমাজনে বনাঞ্চলে বসবাসকারী অধিবাসীদের হৃদপিণ্ড সবচেয়ে সুস্থ।

৫) প্রশ্নঃ কোনটি খাবারটি খেলে কুকুরের মৃত্যু হতে পারে?
উত্তরঃ আসলে ডার্ক চকলেট (Dark Chocolate) খেলে কুকুরের মৃত্যু হতে পারে।

৬) প্রশ্নঃ রাশিয়া দেশের সাইবেরিয়া অঞ্চল পুরো পৃথিবীতে কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ আসলে সাইবেরিয়া (Siberia) অঞ্চল অত্যন্ত ঠান্ডা জলবায়ুর জন্য বিখ্যাত।

Image

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের আমের শহর (Mango City) বলা হয় কোন শহরকে?
উত্তরঃ মালদাকে ‘আমের শহর’ বলা হয়।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে জলদস্যুদের স্বর্গরাজ্য বলা হয়?
উত্তরঃ আফ্রিকার দেশের সোমালিয়াকে (Somalia) জলদস্যুদের স্বর্গরাজ্য বলা হয়।

৯) প্রশ্নঃ ভারতের কোন গ্রাম বর্তমানে ভূতের ভয়ে জনশূন্য হয়ে পড়েছে?
উত্তরঃ আসলে রাজস্থান রাজ্যের কুলধারা (Kuldhara) গ্রাম বর্তমানে ভূতের ভয়ে জনশূন্য হয়ে পড়েছে।

Image

১০) প্রশ্নঃ বলুন তো কোন ভাষাটি খাবারের জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ চীনা (Chinese) একমাত্র ভাষা, যা খাবারের জন্য ব্যবহৃত হয়।